বিভিন্ন প্রকার পদার্থ ও কণার ধ্রুবক ও ভর
প্রোটন এর ভর কত?
উত্তর: ১.৬৭×১০^-২৭ kg
নিউটন এর ভর কত?
উত্তর: ১.৬৭×১০^-২৭ kg
ইলেকট্রন এর ভর কত?
উত্তর: ৯.১১×১০^-৩১ কেজি।
অ্যাভাগেড্রো এর সংখ্যা কত?
উত্তর: ৬.০২×১০^২ (Mol^-1)
ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক কত?
উত্তর: 8.31 j/(mol.k)
বোল্টজম্যান ধ্রুবক সংখ্যা কত?
উত্তর: ১.৩৮×১০^-২৩ j/k
ইলেকট্রন চার্জ ম্যাগনিটিউট কত?
উত্তরঃ ১.৬০×১০^-১৯ C
এক ইলেকট্রন ভোল্ট সমান কত জুল?
১.৬০×১৯^-১৯ j
মহাকর্ষীয় ধ্রুবক এর মান কত?
উত্তর: ৬.৬৭×১০^-১১ m3/kg.s2
পৃথিবীর ব্যাসার্থ কত?
উত্তরঃ ৬.৩৭×১০^৬ m
পৃথিবীর ভর কত?
উত্তর: ৫.৯৭ ×১০^২৪ কেজি।
কুলম্ব ল কনস্ট্যান্ট কত?
উত্তর: ৮.৯৯×১০^৯ N.M2/C2
রিফ্রেকশন বাতাসের ইনডেক্স কত?
উত্তর: n=1.00
প্লাংকস(planks constant) কন্সট্যান্ট কত?
উত্তর: ৬.৬৩×১০^-৩৪ j.s
বা ৪.১৪×১০^-১৫ ev.s
অটোমিক ম্যাস ইউনিট কত?
উত্তর: ১.৬৬×১০^--২৭ কেজি।
ভ্যাকুয়াম পার্মিবিয়েলিটি কত?
উত্তর: ৮.৮৫×১০^-১২ C^2/N.m2
চুম্বকীয় ধ্রুবক কত?
উত্তর: ১০^-৭ (T.m)/A
১ এটমোসফেরিক প্রেশার সমান কত?
উত্তর: ১×১০^৫ N/m^2 বা প্যাসকেল।
আরো পড়ুন
ইলেকট্রন এর চার্জ কত?
প্রোটন এর চার্জ কত?
আলফা কণার চার্জ ও ভর কত?
আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক এর ভর চার্জ ও ভর কত?
No comments:
Post a Comment