বিভিন্ন ধরনের স্টীল সম্পর্কে
স্টীল প্রধানত চার প্রকার
১.স্টেইনলেস স্টীল
২. কার্বন স্টীল
৩. অ্যালয় স্টীল
৪. টুল স্টীল
১. স্টেইনলেস স্টীল: একে সংক্ষেপে এসএস বলে।কার্বনের পরিমাণ নাই বললেই চলে। স্টেইনলেস স্টীলে ক্রোমিয়াম থাকে ১০% থেকে ৩০% পর্যন্ত। ঘর বাড়ির তৈজসপত্র, রেলিং ও সৌন্দর্যবর্ধক জিনিসপত্র তৈরিতে সাধারণত স্টেইনলেস স্টীল ব্যবহার হয়।
স্টেইনলেস স্টীল বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ফেরিটিক, অস্টেনিটিক, মার্টেনসিটিক,ডুপ্লেক্স ইত্যাদি।
২. কার্বন স্টীল : কার্বন স্টীল খুবই মজবুত ও শক্ত হয়।এতে তেমন সংকর উপাদান থাকে না।অটোমোটিভ যন্ত্রাংশ, রোপ ওয়্যার তৈরিতে ব্যবহার হয়।কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কার্বন স্টীল বিভিন্ন প্রকার হয়ে থাকে।
লো-কার্বন স্টীল (০.০৪%-০.৩০% কার্বন),।
মিডিয়াম কার্বন স্টীল ( ০.৩১% থেকে ০.৬০% কার্বন), ( ০.০৬৫% থেকে ১.৬৫% ম্যাংগানিজ)
হাই-কার্বন স্টীল (০.৬১% থেকে ১.৫০% কার্বন)
৩. অ্যালয় স্টীল : অ্যালয় স্টীলে বিভিন্ন উপাদান অর্থাৎ সংকর মেশানো হয় যেমন নিকেল,কপার, অ্যালুমিনিয়াম ইত্যাদি। বিভিন্ন ধরনের মেকানিক্যাল যন্ত্রাংশ, প্রজেক্ট, পাইপ লাইন ও গাড়ির যন্ত্রপাতিতে ব্যবহার হয়।
সংকর উপস্থিতির উপর নির্ভর করে অ্যালয় স্টীল বিভিন্ন ধরনের হয়ে থাকে। লো অ্যালয়, হাই অ্যালয়, অ্যাডভান্স অ্যালয় ইত্যাদি।
৪. টুল স্টীল: টুল স্টীল বিভিন্ন ধরনের টুলস তৈরিতে ব্যবহার হয়।টুল স্টীল তাপ প্রতিরোধী। এটা টাংস্টেন, কোবাল্ট ও মলিডেনাম দিয়ে তৈরি।টুল স্টীল বিভিন্ন ধরনের হয়ে থাকে।যেমন শক রেজিস্ট্যান্স টুল স্টীল,ওয়াটার হার্ডেনিং টুল স্টীল, কোল্ড ওয়ার্ক টুল স্টীল, হট ওয়ার্ক টুল স্টীল, হাই স্পীড টুল স্টীল, মোল্ড স্টীল, স্পেশাল টুল স্টীল।
No comments:
Post a Comment