বরফের ধূমকেতু 

সাম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা আমাদের সৌরজগতে একটি বরফ আগ্নেয়গিরি ধূমকেতুর এক বিশাল বিস্ফোরণ লক্ষ্য করেছেন।বর্তমানে আইসি ধূমকেতু খন্ডটি আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে।এক ঘূর্ণন সম্পূর্ণ করতে ধূমকেতু খন্ডটি ১৫ বছর সময় নেয়। ধারণা করা হয় ধূমকেতুটি বিস্ফোরণের সময় ১ মিলিয়ন টন ওজন মহাকাশে ফেলেছিল। মহাকাশ বিজানীরা বলছেন 29P নামক ধূমকেতু খন্ডটি প্রায় ৩৭ মাইল চওড়া।এটি সেন্টওর নামে পরিচিত ১০০ টি ধূমকেতুর মধ্যে একটি যা কুইপার বেল্ট থেকে ছিটকে পড়েছিল। 

তথ্যসূত্র: spaceweather

আকশে বরফের ধূমকেতু আবিষ্কার


Previous Post Next Post