ইঞ্জিনের বিভিন্ন ধরনের হর্সপাওয়ার সম্পর্কে
ইন্ডিকেটেড হর্সপাওয়ার (IHP) কাকে বলে?
ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে উৎপাদিত সর্বমোট অশ্ব ক্ষমতাকে ইন্ডিকেটর হর্স পাওয়ার বলে। এটা ইন্ডিকেটর এর সাহায্যে পরিমাপ করা হয় বলে একে ইন্ডিকেটেড হর্সপাওয়ার বলে
IHP= (PLANK÷4500)
P= গড় কার্যকরীচাপ (kg/m2)
A=সিলিন্ডারের ক্ষেত্রফল
L= স্ট্রোকে দৈর্ঘ্য
k= সিলিন্ডার সংখ্যা
N= প্রতি মিনিটে ঘূর্ণন
ব্রেক হর্স পাওয়ার কাকে বলে?
ইঞ্জিনের ফ্লাই হুইল থেকে ব্যবহার উপযোগী যে ক্ষমতা পাওয়া যায় তাকে ব্রেক হর্স পাওয়ার বা BHP বলে ।
BHP=( 2πNT÷4500)
N=প্রতি মিনিটে ঘূর্ণন
T= torque
ফ্রিকশনাল হর্সপাওয়ার কাকে বলে?
সিলিন্ডারের উৎপন্ন শক্তি বিভিন্ন অংশের মাধ্যমে ফ্লাই হুইলে পৌঁছানোর পথে ঘর্ষণ জনিত কারণে যে ক্ষমতার অপচয় হয় তাকে ফ্রিকশনাল হর্সপাওয়া৷ বা (IHP) বলে।
FHP=IHP-BHP
No comments:
Post a Comment