উইয়ার কাকে বলে?
নদী বা খালের আড়াআড়ি কংক্রিট অথবা মেশনারি দ্বারা নির্মিত এমন একটি বাঁধ, যার উজান পাশের অতিরিক্ত পানি সমস্ত দৈর্ঘ্যের উপর দিয়ে ভাটির পাশে গড়িয়ে পড়তে পারে এমন একটি কাঠামোকে উইয়ার বলে।উইয়ার নদী বা খালের নির্গমনের পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহূত হয়ে থাকে । নিচের তুলনায় উইয়ার বড় আকারের হয়ে থাকে।
No comments:
Post a Comment