Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৫/১২/২০২২

কাঠের রাসায়নিক সূত্র

 কাঠের রাসায়নিক ফর্মূলা 

(CH2O)nএখানে C দ্বারা কার্বো (C) হাইড্রেট(H2O) বলে অর্থাৎ কাঠের যৌগিক  উপাদান সেলুলুজ (এটা এক ধরনের পলিমার জাতীয় পদার্থ) ,হেমিসেলুলুজ, ও লিগনিন(lignin) দিয়ে তৈরি।কাঠের মৌলিক উপাদানগুলো হলো কার্বন,নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন ও ফসফরাস। আর n দ্বারা বিগ নাম্বার বোঝায়।ভিন্ন ভিন্ন কাঠের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। 

 কাঠ কি তাপ পরিবাহী 

অনেকে প্রশ্ন করে, একখন্ড কাঠ  ও লোহা রোদে রাখলে কাঠের চেয়ে লোহা গরম হয় কেন? বা শীতকালে এক খন্ড লোহা ও কাঠ বাইরে রেখে দিলে কাঠের চেয়ে লোহা বেশি ঠান্ডা অনুভূত হয় কেন?

উত্তর: কাঠ তাপ সুপরিবাহী নয়।লোহা তাপ সুপরিবাহী। লোহার তাপ ইলেকট্রনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয় কিন্তু কাঠে তা ঘটে না।সাধারণত অধাত পদার্থ কম তাপীয় কন্ডাকটিভিটির কারণে কম তাপ ধারণ করে।সে ঠান্ডা হোক বা গরম।উল্লেখ্য এই একই কারণে শুকনো কাঠ বিদ্যুৎ সুপরিবাহী নয়। 


পৃথিবীর সবচেয়ে শক্ত কাঠ কোনটা? 

পৃথিবীর সবচেয়ে শক্ত কাঠের নাম অস্ট্রেলিয়ান বুলক (Buloke) এটা লোহার মত শক্তিশালী।এর হার্ডনেস ৫০৬০ ibf


কাঠের রাসায়নিক সূত্র