বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
পানির ঘনত্ব কত?
উত্তর: ১ gm/cm3
লোহিত রক্তকণিকার জীবনকাল কত দিন?
উত্তরঃ ১২০ দিন।
দুধে পানির পরিমাণ কত?
উত্তর: ৮০%
চার্জের এসআই একক কী?
উত্তর: কুলম্ব
একদিনে একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তি কতটুকু বাতাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে?
উত্তর: ১৫০০০ থেকে ২০০০০ লিটার।
উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন ডিভাইস ব্যবহার হয়?
উত্তর: পাইরোমিটার
শ্বেত রক্তকণিকার জীবনকাল কত দিন?
উত্তর: ৫ থেকে ২১ দিন।
ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে কোন যন্ত্র ব্যবহার হয়?
উত্তর: বায়োসেন্সর
বাতাসের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর: অ্যানেমেমিটার
বায়ুশক্তি কোন ধরনের শক্তি?
উত্তর: কাইনেটিং
এসি কারেন্ট কে ডিসি কারেন্টে রুপান্তর করে কোন ডিভাইস?
উত্তর: রেক্টিফায়ার।
কপার বা তামাকে স্বর্ণে রুপান্তর করা হয় কোন পদ্ধতিতে?
উত্তর: আর্টিফিশিয়াল রেডিওএকটিভিটি।
মানুষের ঘামে কোন ধরনের লবন থাকে?
উত্তর: সোডিয়াম ক্লোরাইড।
মহাকাশ প্রাণ নিয়ে পড়াশোনা করার বিদ্যাকে কী বলে?
উত্তর: এক্সোবায়োলজী
ভিনেগার এর রাসায়নিক নাম কী?
উত্তর: ডিলিউট এসিডিক এসিড।
বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে বেতার তরঙ্গ পরিবহন হয়?
উত্তর: আয়নোস্ফিয়ার।
টেলিভিশন সিগনালকে আলোক সিগন্যাল এ রুপান্তর করে কে?
উত্তর: ফটোডায়োট।
জিপসাম কী?
উত্তর: অধাতব খনিজ।
নাইট ভিশন কিভাবে সম্ভব হয়?
উত্তর: ইনফ্রারেড রশ্মির কারণে।
মানব মস্তিষ্কের বড় অংশ কোনটা?
উত্তর: Cerebrum
হাড় দাঁত কি দিয়ে তৈরি?
উত্তর: ক্যালসিয়াম ফসফেট।
0 Comments:
Post a Comment