Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ

 বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান 


পানির ঘনত্ব কত?

উত্তর: ১ gm/cm3

লোহিত রক্তকণিকার জীবনকাল কত দিন?

উত্তরঃ ১২০ দিন। 

দুধে পানির পরিমাণ কত?

উত্তর: ৮০%

চার্জের এসআই একক কী?

উত্তর: কুলম্ব


একদিনে একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তি কতটুকু বাতাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে?

উত্তর: ১৫০০০ থেকে ২০০০০ লিটার।

উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন ডিভাইস ব্যবহার হয়?

উত্তর: পাইরোমিটার 


শ্বেত রক্তকণিকার জীবনকাল কত দিন?

উত্তর: ৫ থেকে ২১ দিন।

ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে কোন  যন্ত্র ব্যবহার হয়?

উত্তর: বায়োসেন্সর

বাতাসের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উত্তর: অ্যানেমেমিটার

বায়ুশক্তি কোন ধরনের শক্তি? 

উত্তর: কাইনেটিং

এসি কারেন্ট কে ডিসি কারেন্টে রুপান্তর করে কোন ডিভাইস? 

উত্তর: রেক্টিফায়ার।

কপার বা তামাকে স্বর্ণে রুপান্তর করা হয় কোন পদ্ধতিতে? 

উত্তর: আর্টিফিশিয়াল রেডিওএকটিভিটি।

মানুষের ঘামে কোন ধরনের লবন থাকে?

উত্তর: সোডিয়াম ক্লোরাইড। 

মহাকাশ প্রাণ নিয়ে পড়াশোনা করার বিদ্যাকে কী বলে?

উত্তর: এক্সোবায়োলজী

ভিনেগার এর রাসায়নিক নাম কী?

উত্তর: ডিলিউট এসিডিক এসিড।

বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে বেতার তরঙ্গ পরিবহন হয়?

উত্তর: আয়নোস্ফিয়ার। 

টেলিভিশন সিগনালকে আলোক সিগন্যাল এ রুপান্তর করে কে?

উত্তর: ফটোডায়োট।

জিপসাম কী?

উত্তর: অধাতব খনিজ।

নাইট ভিশন কিভাবে সম্ভব হয়?

উত্তর: ইনফ্রারেড রশ্মির কারণে।

মানব মস্তিষ্কের বড় অংশ কোনটা?

উত্তর: Cerebrum

হাড় দাঁত কি দিয়ে তৈরি? 

উত্তর: ক্যালসিয়াম ফসফেট। 

বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ



No comments: