mechanical Engineering & power Engineering mcq
বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা মেকানিক্যাল ডিপার্টমেন্ট ও পাওয়ার ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্টাল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
একটি আইডিয়াল মেশিনের কর্মক্ষমতা কত পারসেন্ট?
উত্তর: ৭০%
যদি কোন স্থানে অভিকর্ষীয় বেগ দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন
উত্তর: ২g গুন বৃদ্ধি করে
জুল কিসের একক?
উত্তর: কাজের একক
P এবং Q দুটি বল একটি নির্দিষ্ট কোন থেকে কাজ করলে তাদের রেজাল্ট্যান্ট
উত্তরঃ P^2+Q^2+2PQCos⊘
সরল দোলকের টাইম পিরিয়ড
উত্তর: 2π√1/g
পিটট টিউব কেন ব্যবহার করা হয়?
উত্তর: Velocity মাপার জন্য।
একটি ওয়াটার টারবাইন পাওয়ার তৈরি করে
উত্তর: H^3/2 এর সমানুপাতিক
একটি ডাবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প এর ডিসচার্জ
উত্তর: 2LAN/60
multi stage centrifugal pump কেন ব্যবহার করা হয়?
উত্তর: বেশি Head পাওয়ার জন্য।
বাতাসের Cp/Cv এর মান কত?
উত্তর: ১.৪
Gas Constant
উত্তর: আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতের সমান।
ডিজেল সাইকেলের ইফিশিয়েন্সি বৃদ্ধি পায় --
উত্তর: Cutt-off কমালে
বয়লারের চিমনি ড্রাফট নির্ভর করে কিসের উপর?
উত্তর: ফ্লু গ্যাস এর তাপমাত্রার উপর,চিমনির উচ্চতার উপর,চিমনির ব্যাসার্ধের উপর।
স্টীম পাওয়ার প্লান্ট এর কন্ডেন্সার কী কাজ করে?
উত্তর: স্টীমের ব্যাকপ্রেসার কমায়।
স্টীম নজেল কীসের উপর নির্ভর করে?
উত্তরঃ স্টীমের তাপীয় শক্তিকে গতিশক্তিতে পরিণত করে।
পেট্রোল ইঞ্জিনের থার্ম ডায়নামিক সাইকেল এর নাম কী?
উত্তরঃ অটো সাইকেল
ডিজেল ইঞ্জিনের specific fuel consumption per BHP hour কত?
উত্তর: প্রায় ২০০ গ্রাম
একটি ভালো ইঞ্জিনের ভলিউ মেট্রিক এফিশিয়েন্সি কত?
উত্তর: ৭৫%-৯০%
গ্যাস টারবাইনে রিহিটিং এর সুবিধা কি?
উত্তর: তাপীয় দক্ষতা বৃদ্ধি পায়।
গ্যাস টারবাইনে বাতাস ও জ্বালানির অনুপাত বেশি হলে কি হয়?
উত্তর: টারবাইন ব্লেড নষ্ট হয়।
কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের ইফিসিয়েন্সি কত?
উত্তর: ৮০%-৯০%
কোন বস্তুর থার্মাল ডিফিউসীভিটি কেমন?
উত্তর: h-k/የ
radiation heat transfer কিসের উপর নির্ভর করে?
উত্তরঃ বস্তুর তাপমাত্রার উপর, বস্তুর নেচার এর উপর বস্তুর রং এর উপর।
maximam emmissive powerpower এ Wave length পাওয়া যায়
উত্তর: কার্শফস ল'
১ টন অফ রেফ্রিজারেশন বলতে বোঝায়
উত্তর: 211 kj/Min
HP/ton of refrigeration
উত্তর: 4.75/COP
কি ডোমেস্টিক রেফ্রিজারেটরের কুলিং ক্যাপাসিটি কত?
উত্তর: ০.১ থেকে ০.৩ টন
একটি বেপার অবসরবশন রেফ্রিজারেশন সিস্টেম এ রেফ্রিজারেন্ট হিসাবে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ অ্যাকোয়া অ্যামোনিয়া
রেফ্রিজারেশন সিস্টেমে অয়েল সেপারেটর ইনস্টল করা হয় কোথায়?
উত্তরঃ কম্প্রেসার এর পূর্বে
রেফ্রিজারেশন সাইকেলে সাব কুলিংয়ের ফলে কি ঘটে?
উত্তর: COP বৃদ্ধি পায়।
No comments:
Post a Comment