সালোকসংশ্লেষণ কী
আমরা জানি গাছ-পালা,লতা-পাতাআমরা জানি গাছ-পালা,লতা-পাতা, তথা উদ্ভিদ সমাজ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। উদ্ভিদ তার পাতার সাহায্যে এটি করে।সালোকসংশ্লেষন প্রক্রিয়ার সময় উদ্ভিদ আলোক শক্তি হতে রঙ্গক ক্লোরোফিল এর সাহায্যে কার্বন ডাই-অক্সাইড ও পানিকে গ্লুকোজে রুপান্তর করে। তথা উদ্ভিদ সমাজ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। উদ্ভিদ তার পাতার সাহায্যে এটি করে।সালোকসংশ্লেষন প্রক্রিয়ার সময় উদ্ভিদ আলোক শক্তি হতে রঙ্গক ক্লোরোফিল এর সাহায্যে কার্বন ডাই-অক্সাইড ও পানিকে গ্লুকোজে রুপান্তর করে।বা শর্করা জাতীয় পদার্থ তৈরি করে এটাকে সালোকসংশ্লেষন বলে। সালোক শব্দের অর্থ সূর্যলোক আর সংশ্লেষন অর্থ উৎপাদিত হওয়া।ইংরেজিতে বলে photosyntheses.
সালোকসংশ্লেষণ সম্পর্কে সাধারণ কিছু তথ্য
১. বয়স্ক পাতায় সালোকসংশ্লেষন বেশি হয়।
২. কোষে ক্লোরোফিল বেশি থাকলে এনজাইমের অভাব দেখা যায়
৩. উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রক্রিয়া হলো সালোকসংশ্লেষণ।
৪. বাতাস হতে কার্বন ডাই-অক্সাইড ও মাটি থেকে পানি গ্রহণ করে।
৫. সালোকসংশ্লেষণ এর মাধ্যমে আলো শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
৬. উদ্ভিদ উৎপন্ন হার সালোকসংশ্লেষন এর উপর নির্ভর করে।
0 Comments:
Post a Comment