Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৪/১২/২০২২

শ্যাফটের বিয়ারিং সাইজ ও টলারেন্স নির্ণয়

 শ্যাফটের বিয়ারিং সাইজ ও টলারেন্স 

শ্যাফটের বিয়ারিং সাইজ  30+0.03-0.01

বিয়ারিং ছিদ্রের এর সর্বোচ্চ মাপ = 30+0.03=30.03 mm

বিয়ারিং ছিদ্রের সর্বনিম্ন মাপ= 30-0.01= 29.99 mm

বিয়ারিং এর টলারেন্স = ছিদ্রের সর্বোচ্চ মাপ- ছিদ্রের  সর্বনিম্ন মাপ
বিয়ারিং টলারেন্স = (30.03-29.99)mm
= 0.04 mm

টলারেন্স কী?

মাপের উর্ধ্বসীমা নিম্নসীমার পার্থক্য কে টলারেন্স বলে।টলারেন্স পার্টসের গ্রহণযোগ্য ছোট এবং বড় পরিমাণ নির্দেশ করে।

টলারেন্স কত প্রকার ও কী কী?

উত্তর: দুই প্রকার 

ইউনিলেটারেল টলারেন্স: টলারেন্স এর ব্যাপ্তি যদি নেগেটিভ অথবা পজিটিভ যেকোন একদিকে বিস্তৃত থাকে তাকে ইউনিলেটারেল টলারেন্স বলে।
যেমন, 30+0.03-0.01

বাইলেটারেল টলারেন্স : টলারেন্স এর ব্যাপ্তি যদি নেগেটিভ ও পজিটিভ উভয় দিকে বিস্তৃত থাকে তাকে বাইলেটারেল টলারেন্স বলে। 
২+- 0.002 mm

ISO Standard অনুযায়ী লিমিট এর ক্ষেত্রে 70H9 এবং70G8 এর অর্থ কী? 

এখনে 70 কম্পোনেন্ট এর বেসিক সাইজ
 70H9 এর ছিদ্রের টলারেন্স =9 mm
70G8এর অর্থ শ্যাফটের টলারেন্স = 8 mm

শ্যাফটের বিয়ারিং সাইজ ও টলারেন্স নির্ণয়