টেলরের গেজ নীতি কী

লিমিট গেজের দুটি প্রান্ত থাকে। একটি হলো গো প্রান্ত আরেকটি নট গো প্রান্ত । গো এবং নট গো প্রান্ত তৈরিতে এফডব্লিউ টেইলর একটি নীতিমালা নির্ধারণ করেছেন।

ক) গেজের গো অংশ এমনভাবে তৈরি করতে হবে যেন  সেটা ছিদ্রের নির্দেশিত মাপের নিশ্চয়তা বিধান করার সাথে সাথে  আকৃতির সঠিকতাও নিরীক্ষিত হয়। 

খ.  অপরদিকে নটগো গেজ পূর্ণ দৈর্ঘ্যের তৈরি অপ্রয়োজনীয়। এই দেশ কেবলমাত্র নটগো বিষয়টি নিরীক্ষা করবে। অর্থাৎ নট গো গেজ কার্যবস্তুর একটি মাত্র ডাইমেনশন নিরীক্ষা করবে গেজ সর্বনিম্ন মেটাল কন্ডিশনে 

যেমন উদাহরণ ছবিতে দেয়া হলো 

টেলরের গেজ নীতি


Previous Post Next Post