মানবজাতির অপরাধ
আমি মানুষের সাথে খুব কম কথা বলি।খুবই কম।আমি মানুষকে এক রকম ঘৃণা করি। আমি গত তিন বছর পত্রিকা পড়ি না।দেশ ও দেশের বাইরে কোথায় কি হচ্ছে তা জানি না।পত্রিকা খুললেই অপরাধ, অন্যায়, মারমারি, দূর্ঘটনা আর খুনের খবর।এগুলো আমাকে খুবই পীড়া দেয়। কষ্ট দেয়।সারাদিন ভাবতে থাকি "মানুষ কিভাবে অন্যায় করতে পারে?কিভাবে খুন করতে পারে?" আমি দূর্বল চিত্তের লোক।অশান্তি লাগে।শান্তি চায়। তাই পত্রিকা পড়া, নিউজ দেখা বাদ দিয়েছি।।চিৎকার-চেঁচামেচি শুনলে দ্রুত সে স্থান ত্যাগ করি।নিজেকে আড়াল রাখতে ভালো লাগে।
মানুষ সম্পর্কে আমার ধারণা
নিঃসন্দেহে মানুষ পৃথিবীর বুদ্ধিমান প্রাণী। সুন্দর প্রাণী। কিন্তু মানুষের মত বিপদজনক প্রাণী পৃথিবীতে দ্বিতীয়টি নেয়।মানুষ চাইলে আপনার যেকোন ক্ষতি করতে পারে। খুন করতে পারে। অত্যাচার করতে পারে।হাজার হাজার বছর ধরে এ ধারা অব্যাহত রয়েছে। পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছে মানুষ। পরিবেশ দূষণ, নদী দূষণ, বায়ু দূষণ, শিশুর অনিরাপত্তা, গণহারে পশুহত্যা এসব কিছুর জন্য মূলত মানুষ দায়ী।মানুষকে বিশ্বাস করা মুশকিল। খুব আপন লোক আপনার ক্ষতি করতে পারে।
আমি কেন মানুষের সাথে কম মেলামেশা করি
১. মানুষ অকৃতজ্ঞ প্রাণী।
২. মানুষ মানুষকে হত্যা করে।
৩. মানুষ লোভী
৪. বিনা অপরাধে অপবাদ দেয়।
৫. মানুষ শান্তি চায় কিন্তু অন্যকে শান্তি দেয় না।
৬. সারাজীবন অপরাধ করে শেষ বয়সে ধার্মিক সেজে বসে।অথচ যৌবনে পাপ-পূণ্যের হিসাব থাকে না।
৭. মানুষ নিজের অভাব বোঝে তাই ঘুষ খায় কিন্তু অন্যের অভাব বোঝে না।
৮. ছোট লোকের বাচ্চারা কিছু একটা হয়ে গেলে মানুষ থাকে না।
৯. মানুষ ভালো মানুষের কদর করে না।
১০. পৃথিবীর বেশিরভাগ মানুষ বিবেক বোধহীন।
No comments:
Post a Comment