সংখ্যাবাচক কী?
সংখ্যা মানে গননা বা গননা দ্বারা লব্ধ ধারণা। সংখ্যা গণনার মূল একক হলো "এক" অর্থাৎ ধরুন দশ সংখ্যা। এককে দশবার নিলে দশ হয়। সংখ্যা দ্বারা এক, একাধিক, প্রথম,প্রাথমিক ইত্যাদি ধারণা পেতে পারি।
অঙ্কবাচক শব্দ
আমরা আগেই বলেছি সংখ্যাবাচক শব্দে আমাদের একক হলো "এক"। এখন ৪ সংখ্যাটার কথা ধরি। এক কে চারবার নিলে ৪ সংখ্যা পাই। এভাবে গণনার পদ্ধতিকে গুণোত্তর পদ্ধতি বলে। আবার আমার
এক থকে দশ পর্যন্ত গুনতে ১ (এক), ২(দুই), ৩(তিন)...... এভাবে গুনতে থাকি।এক থেক ৯ পর্যন্ত লিখতে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার হয় তাকে অংক বলে।
আবার দশ লিখতে ১ ও এর সাথে ০ শূন্য বসাতে হয়। এভাবে দশ, দশ করে ১০০ হয় এইটা হলো গুণোত্তর পদ্ধতির নিয়ম।
পরিমাণ বা গণনাবাচক শব্দ
একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে গণনা বা পরিমাণবাচক সংখ্যা বলে।যেমন সপ্তাহ ।সপ্ত (সাত)+ অহ (দিনক্ষণ) এখানে সপ্তাহ বলতে সাতদিনের সমষ্টি বোঝায়। এখানে দিন একটি একক।
পূর্ণসংখ্যার গুণবাচক সংখ্যা
যেমন এক গুন=এক, একেককে এক, দুই গুন দ্বিগুণ। দুই দু গুনে চার।ইত্যাদি।
ক্রমবাচক সংখ্যা
একই সারি বা দল বা শ্রেণীতে অবস্থিত কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়। তৃতীয় লোকটিকে এখানে ডাক।অর্থাৎ প্রথম ও দ্বিতীয় এর পর তৃতীয় বোঝায়।
ন্যূন বা আধিক্য বাচক সংখ্যা
চৌথা কাকে বলে? বা সিকি কাকে বলে বা পোয়া কাকে বলে?
উত্তর: একের চারভাগের এক ভাগকে (১/৪) সিকি, চৌথা বা পোয়া বলা হয়। একে পৌনে বলা হয় থাকে।
তেহাই অর্থ কী?
এক এককের তিনভাগের একভাগকে তেহাই বলা হয়।
অর্ধ বা আধা কী?
এক এককের দুইভাগের এক ভাগকে অধা বলে।
সওয়া কাকে বলে?
১ পূর্ণ ১/৪ কে সোয়া বলে।
তারিখ বাচক শব্দ
তারিখ বাচক শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন