Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৬/০১/২০২৩

হাইড্রো পাওয়ার প্লান্ট এর ইতিহাস

 জল বিদ্যুৎ এর ইতিহাস 

আজ থেকে ২০০০ বছর পূর্বে গ্রীক দেশে প্রথম জল শক্তিকে কাজে লাগিয়ে স' মিল অর্থাৎ কাঠ কাটার কাজে ব্যবহার করতো।এছাড়া টেক্সটাইল ও উৎপাদন প্রতিষ্ঠানে পানির স্রোতে চাকা ঘুরানো হতো। হুইল বা চাকার সাথে শ্যাফট যুক্ত থাকতো আর এই শ্যাফটের ঘূর্ণন শক্তিকে বিভিন্ন কাজে লাগানো হতো। ১৮৩১ সালে ইলেকট্রোম্যাগনেটিক ফ্যারাডে ডিস্ক আবিষ্কার হওয়ার পর এনার্জি থেকে ইলেক্ট্রিসিটি জেনারেশন নিয়ে বিস্তর গবেষণা চলতে থাকে। ১৮৮২ সালে জেমস ফ্রান্সিস আধুনিক হাইড্রো টারবাইন আবিষ্কার করেন। এবং যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এপপ্লেটনে ফক্স নদীর মধ্যে প্রথম হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট তৈরি করা হয়। 

হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টে বিভিন্ন অংশের নাম

ক্যাচমেন্ট এরিয়া, রিজার্ভার, পেনস্টক,  টারবাইন ও জেনারেটর, ট্রান্সমিশন লাইন। 

সাধারণত জলবিদ্যুৎ কেন্দ্রে কাপলান ও ফ্রান্সিস টারবাইন ব্যবহার করা হয়। আমাদের কাপ্তাই জল বিদ্যুৎ উৎপাদনে কাপলান টারবাইন ব্যবহার করা হয়েছে। আর পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দি থ্রি জর্জেস ড্যামে ফ্রান্সিস টারবাইন ব্যবহার করা হয়েছে। 


হাইড্রো পাওয়ার প্লান্ট এর ইতিহাস