আর্যভাষা

বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আনুমানিক আড়াইহাজার খ্রীষ্টপূর্বে মূল ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে ভাষার যেসব প্রাচীন শাখা সৃষ্টি হয় তার অন্যতম হলো আর্য শাখা। এসব থেকে ভারতীয় আর্য ভাষার সৃষ্টি। আর্য ভাষার তিনটি স্তর রয়েছে। এই তিন স্তরের দুটি হলো প্রাচীন ভারতীয় আর্যভাষা ও মধ্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা (বৈদিক ব্রাহ্মণ, ঋগ্বেদ, উপনিষদ, সংস্কৃত)  খ্রিস্টপূর্ব দ্বাদশ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী পর্যন্ত।  মধ্য ভারতীয় (আর্য ভাষা পালি, প্রাকৃত, অপভ্রংশ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে খ্রিস্টপূর্ব দশম শতাব্দী পর্যন্ত। 

Previous Post Next Post