সাধারণ জ্ঞান: খেলা-ধূলা
এশিয়ান গেমস কত সালে শুরু হয়?
উত্তর: ১৯৫১ সালে
প্রথম অলিম্পিক গেমস কোথায় হয়?
উত্তর: কানাডা
রাশিয়ার জাতীয় খেলার নাম কী?
উত্তর: ব্যান্ডি (Bandy)
কোন দেশে সবচেয়ে বেশি এশিয়ান গেমস হয়?
উত্তর: থাইল্যান্ড
কত সালে বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক গেমস বাতিল হয়?
উত্তর:১৯১৬ সালে।
ফ্রান্সে ফুটবল বিশ্বকাপ হয় কবে?
উত্তর: ১৯৯৮ সালে।
কবে উইমব্লেডন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮৭৭ সালে।
প্রথম উইমব্লেডন চ্যাম্পিয়নশিপ বিজয়ী কে?
উত্তর: স্পেন্সার গোর
কোন দেশে প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়?
উত্তর: ইংল্যান্ডে ১৯৭৫ সালে।
ভলিবল কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: শ্রীলঙ্কার
ব্যাটমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: ইন্দোনেশিয়ার।
পিংপং খেলার অপর নাম কী?
উত্তর: টেবিল টেনিস।
আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তর: হকি
ক্রিকেট খেলায় সবচেয়ে বেশি ছয় মারে কে?
উত্তর: শহীদ আফ্রিদি (পাকিস্তান)। আফ্রিদি তার ক্যারিয়ারে ৩৫১ টি ছয় হাঁকেন।
সবচেয়ে বেশি চার মারার সংখ্যায় কে এগিয়ে?
উত্তর: শচীন টেন্ডুলকার
ক্রিকেটে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ড কার?
উত্তরঃ মাত্র ৩১ বলে সাউথ আফ্রিকার এবি ডে ভিলিয়ার সেঞ্চুরি করে।
ক্রিকেটে দ্রুত ফিফটি করে কে?
উত্তর: মাত্র ১৬ বলে সাউথ আফ্রিকার এবি ডে ভিলিয়ার ফিফটি করে।
ক্রিকেটে দ্রুত ১৫০ করার রেকর্ড কার?
উত্তর: মাত্র ৬৪ বলে সাউথ আফ্রিকার এবি ডে ভিলিয়ার ১৫০ রান করে।
সবচেয়ে বেশি ফিফটি করে কে?
উত্তর: শচীন টেন্ডুলকার (৯৬টি)
সবচেয়ে বেশি সেঞ্চুরি করে কে?
উত্তর: শচীন টেন্ডুলকার (৪৯ টি)
এককভাবে সবচেয়ে বেশি রান করে কে?
উত্তর: রহিত শর্মা (ভারত)। ২৬৪ রান।
হকি বিশ্বকাপে এগিয়ে কোন দেশ?
উত্তর: পাকিস্তান
কানাডার জাতীয় খেলা কোনটা?
উত্তর: আইস হকি ( Lacrosse)
ভুটানের জাতীয় খেলা কোনটা?
উত্তর: আর্চারি
কোন দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জেতে?
উত্তর: ব্রাজিল
কোন দেশ সবচেয়ে বেশি ক্রিকেট বিশ্বকাপ জেতে?
উত্তর: অস্ট্রেলিয়া
0 Comments:
Post a Comment