Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৩/০১/২০২৩

সাধারণ জ্ঞান: পৃথিবীতে বড় ও উচু যা কিছু

 পৃথিবীর সবচেয়ে বড় জিনিসগুলো

সবচেয়ে লম্বা রেলওয়ে প্লাটফর্ম খারাগপুর ইন্ডিয়া তে।এটা প্রায় ২৭৩৩ ফুট লম্বা। 


সবচেয়ে লম্বা রেলওয়ে টানেল জাপানের  সেইকেনে অবস্থিত।এটা প্রায় ৩৩.৫ মাইল দীর্ঘ। 


সবচেয়ে লম্বা ড্যাম ইন্ডিয়ার হিরাকুন্ড এ অবস্থিত।এটা প্রায় ১৫.৮ মাইল দীর্ঘ। 


সবচেয়ে লম্বা  হাইওয়ে রোড টানেল সুইজারল্যান্ডের এসটি গোল্ডহার্ড এ অবস্থিত।এটা প্রায় ১০.০১ মাইল দীর্ঘ। 


পৃথিবীর দীর্ঘ সমুদ্র পথ এসটি ল'রেন্স যা ইউএসএ ও কানাডায় অবস্থিত।এটা প্রায় ১৮৯ মাইল দীর্ঘ। 


পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ (২)। জাহাজটির ওজন বহন ক্ষমতা ৮৩০০০ টন। 


পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী জাহাজ ফ্রান্সের pierre Guillaimat জাহাজটি ৫৫৫০৩১ DWT  টন ওজন বহন করতে পারে। 


পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি সাউথ আফ্রিকার কিমবেরলি তে অবস্থিত।এবং পৃথিবীর সবচেয়ে বড় হীরকখণ্ডের নাম কুলেন (Cullen)  ওজন ৫.৫ পাউন্ড এর বেশি। 


পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কম্বোডিয়ার অ্যাংকর-ভ্যাট। মন্দিরটি ১৪০০×১৪০০ ইয়ার্ড এর।


পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হলো দিল্লির জুম্মা মসজিদ। মসজিদটি ১০০০০ স্কয়ার ফিট এর।


সবচেয়ে বড় অভ্যন্তরিণ থিয়েটার হলো নিউইয়র্কের  রেডিও সিটি মিউজিক হল। যার ধারণ ক্ষমতা ৬২০০ জন।


সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় প্রাসাদ হলো মস্কোর লমোনসোভ বিশ্ববিদ্যালয়।দালানটি ৩২ তলা বিশিষ্ট। 


সবচেয়ে বড় টাওয়ার (মিনার) জাপানের টকিও টাওয়ার যেটি ১০০০ ফুট উঁচু। 


পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরী  ইউনাইটেড স্টেট লাইব্রেরি অব কংগ্রেস, ওয়াশিংটন ডিসি।


পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, নিউইয়র্ক, ৪৮ টি প্লাটফর্ম ও ৪৮ একর জায়গায় অবস্থিত।


দীর্ঘ বন্দর নিউইয়র্কেট হারবার বন্দর।

পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম স্ট্রেহব স্টেডিয়াম, প্যারাগুয়ে।এখনে ২৪০০০০ দর্শকের ব্যবস্থা রয়েছে। 


পৃথিবীর সবচেয়ে বড় হোটেল কোনার্ড হিল্টন যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত।


পৃথিবীর সবচেয়ে গরম জায়গা আজিজিয়া (লিবিয়া,আফ্রিকা)  প্রায় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।