Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৭/০১/২০২৩

পাম্প সম্পর্কে বিস্তারিত পড়ুন

পাম্প তৈরির ইতিহাস

আজ থেকে চার হাজার বছর পূর্বে মিশরীয়রা তরল জাতীয় পদার্থ উত্তোলনে বাকেট ব্যবহার করতো বড়  রড জাতীয় লম্বা কোন লাঠির এক প্রান্তে বাকেট বা বালতি অন্য প্রান্তে ওজন বসিয়ে পানি বা তরল উত্তোলন করতো

প্রায় ২২০০ বছর পূর্বে গ্রিক আবিষ্কারক গণিতবিদ সি'টেসিবিয়াস রেসিপ্রোকেটিং পাম্প আবিষ্কার করেনযা বানিজ্যিকভাবে টিউবওয়েল নামে পরিচিতঠিক একই দশকে আর্কিমিডিস স্ক্রু পাম্প আবিষ্কার করেন আর্কিমিডিসের এই আবিষ্কার এখনো পুরো পৃথিবী জুড়ে শিল্প কলকারখানায় ব্যবহার হচ্ছে১৫ শতাব্দী থেকে ১৯ শতাব্দীর মধ্যে পাম্প শিল্পের ব্যপক উন্নয়ন সাধন হয়

১৫৯৩ সালে গিয়ার পাম্প , ১৭ শতাব্দীতে সেন্ট্রিফিউগাল পাম্প , ১৬৯৮ তে সেভারি পাম্প, উনিশ শতকের শুরু থেকে সাবমারসিবল পাম্প সহ অন্যান্য পাম্প আবিষ্কার করা হয়

 

পাম্প পরিচিতি

পাম্প এমন একটি যান্ত্রিক ডিভাইস যা তরল জাতীয় পদার্থ (পানি,তেল,ফুয়েল,গ্যাস ইত্যাদি) পাইপের মধ্য দিয়ে স্থানান্তর  এর কাজে ব্যবহৃত হয় মেকানিক্যাল শক্তির মাধ্যমে   সাকশন কম্প্রেশন সৃষ্টি করে কাজটি সম্পন্ন হয় পাম্প ক্রিয়া শুধু যে বৈদ্যুতিক শক্তি কাজে লাগিয়ে করা যায় তা নয়বিদ্যুৎবিহীন মেকানিক্যাল ডিভাইস দিয়েও পাম্পিং ক্রিয়া সম্ভবতবে তা কম কার্যকরীযেমন টিউবওয়েলভূগর্ভস্থ পানি উত্তোলক এই যন্ত্রটি এক ধরনের পাম্পটিউবওয়েল মূলত পিস্টন ডায়াফ্রেম টাইপ পাম্প

 

পাম্পের বিভিন্ন অংশসমূহ

ইম্পেলার, শ্যাফট, ফ্রেম, বিয়ারিং  একটি পাম্পের প্রধান প্রধান প্রধান অংশ

 

পাম্প এর বিভিন্ন অংশের নাম

 

পাম্পের প্রকারভেদ

পাম্প প্রধানত দুই প্রকার

১. পজিটিভ ডিসপ্লেসমেন্ট

ক. রেসিপ্রোকেটিং পাম্প

খ. রোটারি পাম্প

 

২. রোটাডাইনামিক পাম্প

. সেন্ট্রিফিউগাল পাম্প

. প্রপেলার পাম্প

. মিক্সড ফ্লো পাম্প

 

সংক্ষিপ্তভাবে পাম্প তিন প্রকার

.সেন্ট্রিফিউগাল পাম্প .রেসিপ্রোকেটিং পাম্প .রোটারি পাম্প

 

পাম্প স্লীপ কাকে বলে?

রেসিপ্রোকেটিং পাম্পের তাত্বিক নির্গমন ও প্রকৃত নির্গমনের পার্থক্যকে পাম্প স্লীপ বলেপাম্প স্লীপকে শতকরা হিসাবে প্রকাশ করা হয় ((তাত্বিক নির্গমন-প্রকৃত নির্গমন)/তাত্বিক নির্গমন))×১০০

 

নেগেটিভ স্লীপ কাকে বলে?

কখনো কখনো রেসিপ্রোকেটিং পাম্পে প্রকৃত নির্গমন তাত্বিক নির্গমন থেকে বেশি হয় এরুপক্ষেত্রে যে স্লীপ হয় তাকে নেগেটিভ স্লীপ বলে

 

রেসিপ্রোকেটিং পাম্প সেন্ট্রিফিউগাল পাম্প এর মাঝে পার্থক্য

 

রেসিপ্রোকেটিং পাম্প:

. এর দক্ষতা বেশি

. প্রাইমিং এর প্রয়োজন নাই।

. যন্ত্রাংশ বেশি তাই ওজন বেশি।

. রক্ষণাবেক্ষণ খরচ ক্ষয় বেশি।

. স্থাপনে বেশি জায়গার প্রয়োজন হয়।

 

সেন্ট্রিফিউগাল পাম্প

১. দক্ষতা অপেক্ষাকৃত কম

. প্রাইমিং এর প্রয়োজন হয়

. যন্ত্রাংশ কম তাই ওজন কম

. স্থানন্তর সহজ রক্ষণাবেক্ষণ খরচ কম

. কম জায়গার প্রয়োজন হয়

পাম্প


 

প্রাইমিং কী?

উত্তর: পাম্প পাইপের মধ্যে পানি প্রবেশ করিয়ে বাতাস বের করে দেয়াকে প্রাইমিং বলে

ক্যাভিটেশন কী?

পাম্প বা পাইপের মধ্যে বাতাস থেকে গেলে বুদবুদের সৃষ্টি হয় একে ক্যাভিটেশন বলে

 

পাম্পের সূত্রাবলী

নির্গমনের পরিমাণ  Q= LAN (single acting) -----(1)

= 2LAN (Double acting) ------(2)

Q= নির্গমন, L= স্ট্রোক দৈর্ঘ্য ,  A = পিস্টন বা সিলিন্ডার এর ক্ষেত্রফল, H=   হেড

পাম্পের ক্ষমতাP= ρQH বা ρ LANH ---------- (3)

নির্গমন সহগ= প্রকৃত নির্গমন /তাত্বিক নির্গমন ------(4)

মোটের বা চালক যন্ত্রের  ক্ষমতা= পাম্পের ক্ষমতা/কর্ম দক্ষতা ----------(5)

পাম্প স্লীপ= তাত্বিক নির্গমন-প্রকৃত নির্গমন)/তাত্বিক নির্গমন))×১০০ ------------(6)

 

পাম্প বিষয়ক অংক

৩০ মিটার গভীর কূপ হতে .০১২৫ মিটার/সে হারে পানি তুলতে একটি সেন্ট্রিফিউগাল পাম্প দরকার হয় যদি পাম্প মোটর এর ক্ষমতা কিলোওয়াট হয় তবে পাম্পের দক্ষতা নির্ণয় করপানির ঘনত্ব ১০০০ kg/m3

পাম্পের ক্ষমতা= ρQH

= 1000×0.0125×30

= 375 kg-m/sec

=(375/75) hp

=5HP

= 3730 watt (1 hp= 746 watt)

আমরা জানি মোটেরের ক্ষমতা= পাম্পের ক্ষমতা/কর্ম দক্ষতা

=   5×10^3= 3730/কর্ম দক্ষতা 

কর্ম দক্ষতা=  0.7456 =74.6% (Ans)


 

Written by

Abdur Rahman 

(Mechanical Engineer) 

bdengineers2015@gmail.com