ভিন্ন নামে পরিচিত যে সকল কবি সাহিত্যিক


 বাংলা সাহিত্যের আদি কবি কাকে বলে?

উত্তর: বাল্মিকী 

রূপসী বাংলার কবি কাকে বলে?

উত্তর: জীবনানন্দ দাশকে

মধুকবি কাকে বলা হয়? 

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

কাস্তেকবি কাকে বলা হয়? 

উত্তর: দীনেশ দাসকে।


গুপ্ত কবি কাকে বলা হয়?

উত্তর: ইশ্বরচন্দ্র গুপ্ত


পদাতিক কবি কাকে বলা হয়? 

উত্তর: সুভাস মুখোপাধ্যায় 

কিশোর কবি কাকে বলা হয়?

উত্তর: সুকান্ত ভট্টাচার্য 

মহাকবি কাকে বলা হয়?

উত্তর: কালিদাসকে।

চারণ কবি কাকে বলা হয়? 

উত্তর: মুকুন্দ দাসকে

কবিশেখর কাকে বলা হয়? 

উত্তর: কালিদাস রায়

ছন্দের জাদুকর কাকে বলা হয়? 

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত 

সাহিত্য সম্রাট কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

কথাশিল্পী কাকে বলা হয়? 

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গুনরাজ খান কার নাম?

উত্তর: মালাধর বসু

সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে। 

বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চন্ডীদাস

আরকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী

রোমান্টিক প্রণয় ও পাখন ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর।

মধ্যযুগের প্রথম কবিরই চন্ডীদাস 


মহাভারতের সার্থক অনুবাদক কাশীরাম দাস

 কোবিন্দ পরমেশ্বর মহাভারতের প্রথম অনুবাদক। 

বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায় গুণাকার 

বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

বাংলা মুদ্রাক্ষরের জনক পঞ্চানন  কর্মকার 

প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রামমোহন রায়। 

বাংলা গদ্য রীতিকে পাঠ্যপুস্তক এর বাইরে প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। 

চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী। 

বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

দৌলত উজির বাহারাম খান এর উপাধি। ১৫৬০ সালে নিজাম শাহ সুর তাকে এই উপাধি দেয় । 

কবিকঙ্কন বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে। 


Previous Post Next Post