আল্ট্রাসনোগ্রাফি কী

মানবদেহের অভ্যন্তরে শব্দোত্তর কম্পনের সাহায্যে ছবি তেলার প্রক্রিয়াকে আল্ট্রাসনোগ্রাফি বলে। এই প্রক্রিয়াকে আল্ট্রাসনোগ্রাফ, আল্ট্রাসাউন্ড ইমেজিং, সনেগ্রাফি নামেও ডাকা হয়।  আল্ট্রাসনোগ্রাফি করতে আল্ট্রাসাউন্ড মেশিন স্ক্যানার ব্যবহার করা হয়। এই মেশিন ২০ হাজার হার্জের বেশি কম্পাংক তৈরি করে।আমরা আমরা জানি ২০ হাজর হার্টজ আমরা শুনতে পাই না তাই একে আল্ট্রাসাউন্ড বলে।

আল্ট্রাসনোগ্রাফির আবিষ্কারক কে?

ইতালীয় জীববিজ্ঞানী, Lazzaro Spallanzani  আল্ট্রাসনোগ্রাফি আবিষ্কারের জন্য কৃতিত্বপ্রাপ্ত ব্যক্তি।  Lazzaro Spallanzani (1729-1799) ছিলেন একজন ফিজিওলজিস্ট, প্রফেসর যিনি অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন যা মানব ও প্রাণীর জীববিজ্ঞানে দুর্দান্ত অন্তর্দৃষ্টির দিকে পরিচালিত করেছিল।

কবে প্রথম আল্ট্রাসনোগ্রাফি  চালু হয়?

উত্তর: ১৯৩০ সালে অস্ট্রেলিয়ান চিকিৎসক  কার্ল দি ডান ডুনিক মস্তিষ্কের টিউমার নির্ণয় করতে আল্ট্রসনোগ্রাফি ব্যবহার করেন।১৯৪৭ সালে ড. জর্জ লুইজ পিত্তথলিতে পাথর নির্ণয় করে।

আমাদের দেশে ১৯৮০ সাল থেকে আল্ট্রসনোগ্রাফি ব্যবহার হয়।


আল্ট্রাসনোগ্রাফি দিয়ে কি কি পরীক্ষা করা যায়?

শরীরের বিভিন্ন অঙ্গের ভিতরকার  দৃশ্য ছবি আকারে দেখতে আল্ট্রাসনোগ্রাফি ব্যবহার হয়। পিত্ত থলিতে পাথর, মস্তিষ্কের টিউমার, গর্ভাবস্থায় বাচ্চার অবস্থা ইত্যাদি। আলট্রাসনো করার সময় স্থানে জেলি লাগানো হয় কারণ সাউন্ড তরঙ্গ শরীরে প্রবেশ করতে পারে না।তাই জেলি ব্যবহার করা হয়। 

Ultrasonography


Previous Post Next Post