Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

বাংলা তদ্ধিত প্রত্যয়

বাংলা তদ্ধিত প্রত্যয়  যেগুলো 

 শব্দের সঙ্গে অর্থাৎ শেষে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়। বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। বাংলা তদ্ধিত প্রত্যয় তাদের মধ্যে একটি। 

আ-প্রত্যয় 

অবজ্ঞার্থে  বাংলা তদ্ধিত প্রত্যয় 

চোর+আ = চোরা, কেষ্ট+আ = কেষ্টা

বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় 

ডিঙি+আ= ডিঙা (সপ্ত ডিঙা মধুকর)

সদৃশ অর্থের তদ্ধিত প্রত্যয় 

বাঘ+আ=বাঘা, হাত+আ=হাতা, কাল+আ= কালা, কান+আ=কানা

তাতে আছে বা তার আছে অর্থে তদ্ধিত প্রত্যয়

জল+আ= জলা, গোদ+আ= গোদা, রোগ+আ= রোগা, চাল+আ= চালা, লুন+আ= লুনা


সমষ্টি অর্থ তদ্ধিত প্রত্যয়

বিশ+আ= বিশা, বাইশ+আ=বাইশা

স্বার্থে তদ্ধিত প্রত্যয় 

জট+আ= জটা, চোখ+আ= চোখা,চাক+আ=চাকা

ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে তদ্ধিত প্রত্যয় 

হাজির+আ=হাজিরা, চাষ+আ= চাষা

জাত ও আগত অর্থে তদ্ধিত প্রত্যয় 

মহিষ>ভইস-ভয়সা (ঘি), দখিন-দখিনা>দখনে (হাওয়া)


আই-প্রত্যয়

ভাববাচক বিশেষ্য গঠনে তদ্ধিত প্রত্যয়

বড়+আই=বড়াই,চড়া+আই=চড়াই

আদরার্থে তদ্ধিত প্রত্যয়

কানু+আই=কানাই, নিম+আই=নিমাই

স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত বোঝাতে প্রত্যয় 

বোন+আই= বোনাই, ননদ+আই=নন্দাই, জেঠা+আই=জেঠাই

সমগুণবাচক বিশেষ্য গঠনে তদ্ধিত প্রত্যয় 

মিঠা+আই=মিঠাই

জাত অর্থে তদ্ধিত প্রত্যয়

ঢাকা+আই=ঢাকাই, পাবনা+আই= পাবনাই

বিশেষণ গঠনে তদ্ধিত প্রত্যয়

চোর+আই=চোরাই, মোগল+আই= মোগলাই


আমি/আম/আমো/মি-প্রত্যয়

ভাব অর্থে তদ্ধিত প্রত্যয়

ইতর+আমি=ইতরামি, পাগল+আমি=পাগলামি, চোর+আমি= চোরামি, বাঁদর+আমি= বাঁদরামি, ফাজিল+আমো=ফাজলামো

বৃত্তি বা জীবিকা অর্থে  তদ্ধিত প্রত্যয়

ঠক+আমো=ঠকামো, ঘর+আমি=ঘরামি,

নিন্দা জ্ঞাপন অর্থে তদ্ধিত প্রত্যয়

জেঠা+আমি=জেঠামি, ছেলে+আমি=ছেলেমি


ই/ঈ প্রত্যয়

ভাব অর্থে ই প্রত্যয়

বাহাদুর+ই= বাহাদুরি,  উমেদার+ই =উমেদারি

বৃত্তি বা ব্যবসায় অর্থে ই প্রত্যয়

ডাক্তার+ই=ডাক্তারি, মোক্তারি, পোদ্দারি,  ব্যাপারি, চাষি 

মালিক অর্থে ই প্রত্যয়

জমিদারি, দোকানি

জাত,আগত ও সম্বন্ধ বোঝাতে ই প্রত্যয়

ভাগলপুরি, মাদ্রাজি,  রেশমি, সরকারি 


ইয়া>এ- প্রত্যয় 

তৎকালীন বোঝাতে: সেকাল+এ =সেকালে,  একালে,  ভাদরিয়া>ভাদুরে 

উপকরণ বোঝাতে: পাথরিয়া>পাথুরে,  মেটে, বেলে

উপজীবিকা অর্থে: জালিয়া>জেলে,  মুটে

নৈপুণ্য বোঝাতে: খুনিয়া>খুনে,  দেমাকে, নাইয়া>নেয়ে 

অব্যয়জাত বিশেষণ গঠনে

টনটন+এ= টনটনে , কনকনে,  গনগনে,  চকচকে 



উয়া>ও-প্রত্যয় 

রোগগ্রস্ত অর্থে: জ্বর+উয়া=জ্বরুয়া>জ্বরো,  বাত+উয়া= বাতুয়া>বেতো

যুক্ত  অর্থে: টাক-টেকো

সেই উপকরণ নির্মিত অর্থেঃ খড়-খড়ো

জাত অর্থে: ধান-ধেনো

সংশ্লিষ্ট অর্থে: মাঠ-মেঠো,  গাঁ-গাঁইয়া>গেঁয়ো

উপজীবিকা অর্থে: মাছ-মাছুয়া>মেছো

বিশেষণ গঠনে: দাঁত-দেঁতো, ছাঁদ-ছেঁদো, তেল-তেলো>তেলা, কুঁজ>কুঁজো 


উ-প্রত্যয়

বিশেষণ গঠনে: ঢাল+উ=ঢালু,  কল+উ=কলু


উক-প্রত্যয়

বিশেষণ গঠনে: লাজ-লাজুক, মিশ-মিশুক, মিথ্যা-মিথ্যুক


আরি/আরী/আরু-প্রত্যয়

বিশেষ্য ও বিশেষণ গঠনে: দাঁত- দাঁতালো,  লাঠি-লাঠিয়াল>লেঠেল,  তেজ-তেজালো, ধার-ধারালো, শাঁস-শাঁসালো,  জমক-জমকালো, দুধ-দুধালো>দুধেল, হিম-হিমেল,  চতুর-চতুরালি,  ঘটক-ঘটকালি,  সিঁদ-সিঁদেল,  


উরিয়া>উড়িয়া/উড়ে/রে প্রত্যয়

হাট-হাটুরিয়া>হাটুরে, সাপ-সাপুড়িয়া>সাপুড়ে, কাঠ-কাঠুরে


উড়-প্রত্যয়

অর্থহীনভাবে: লেজ-লেজুড়


উয়া/ওয়া/ও-প্রত্যয়

সম্পর্কিত অর্থে 

ঘর+ওয়া=ঘরোয়া, জল+উয়া=জলুয়া>জলো


আটিয়া/টে-প্রত্যয়

বিশেষণ গঠনে: তামা-তামাটিয়া>তামাটে,  ঝগড়-ঝগড়াটে, ভাড়া-ভাড়াটে, রোগ-রোগাটে


অট>ট-প্রত্যয়

স্বার্থে: ভরা-ভরাট, জমা-জমাট


লা-প্রত্যয়

বিশেষণ গঠনে: মেঘ-মেঘলা,  

স্বার্থে : এক-একলা, আধ-আধলা


বাংলা তদ্ধিত প্রত্যয়


No comments: