যে যে বিষয়ের জনক


কে কোন জিনিস আবিষ্কার করেন। কে কোন বিষয়ের জনক তা নিম্নে তুলে ধরা হলো 


ক্লোনিং এর জনক আয়ান উইলমাট

প্রিন্টিং এর জনক গুটেনবার্গ 

ইতিহাসের জনক হেরোডটাস

অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ

সোস্যালিজম এর জনক রবার্ট ওয়েন

সোসিওলোজি এর জনক আগাস্টাস কমটে

ইংরেজি কবিতার জনক জেফ্রি চসার।

প্রবন্ধ রচনার জনক মনটেইন

সংস্কার এর জনক  মার্টিন লুথার কিং 

জেনেটিকস এর জনক গ্রেগার মন্ডেল

আধুনিক কার্টুনের জনক কে?

উত্তর: উইলিয়াম হোগার্থ

শারীরবিদ্যা বা ফিজিওলজি এর জনক সিগমুন্ড ফ্রয়েড।

গ্রীক গনতন্ত্রের জনক ক্লিসথেন্স

 নিউক্লিয়ার ফিজিক্স এর জনক রুথারফোর্ড

আধুনিক ট্যুরিজম এর জনক থমাস কুক

সবুজ বিপ্লবের জনক  নরম্যান বোরলাউগ

বিজ্ঞানের জনক গ্যালিলিও

কম্পিউটার এর জনক চার্লস ব্যাবেজ 

কম্পিউটার বিজ্ঞানের জনক অ্যালান টুরিং। 

ইন্টারনেট এর জনক ভিন্ট সার্ফ

সুপার কম্পিউটার এর জনক কে?

সিমর গ্রে


আধুনিক মেডিসিনের জনক  হিপোক্রেট

পার্সোনাল কম্পিউটার এর জনক হেনরি এডওয়ার্ড রবার্টস

ইলেকট্রোনিক ডিজিটাল কম্পিউটার এর জনক জন ভিনসেণ্ট অ্যাটানাসফ

অ্যানালগ কম্পিউটার এর জনক লর্ড কেলভিন 

আধুনিক রসায়নের জনক অঁতোয়ান লাভোয়াজিয়ে

এক্সপেরিমেন্টাল জেনেটিকস এর জনক টি.এইচ মর্গ্যান

এন্টিসেপ্টিক সার্জারীর জনক জোসেফ লিস্টার

উদ্ভিদ রোগবিদ্যার জনক দ্য বারি

রোবটিক্সের জনক আল জাজারি।

আর্কিটেকচার এর জনক ইমহোটেপ।

থ্রিডি গেমিং এর জনক  ইউ সুজুকি

জীবাণুবিদ্যার জনক লিউয়েনহুক

কোষবিদ্যার জনক রবার্ট হুক

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক পল বার্গ।

ইয়োগার জনক পতঞ্জলি 

বোটানির জনক থিপফ্রাসটাস

আয়ুর্বেদ এর জনক চরক সংহিতা 

আধুনিক ইতিহাসের জনক উইলিয়াম স্টাবস

মোশন পিকচার ক্যামেরার জনক থমাস এডিসন 

মহামারীবিদ্যার জনক জন স্নো

Previous Post Next Post