কোকোকলা কে আবিষ্কার করেন?
কোকোকলা কে তৈরি করেন?
আমেরিকান আবিস্কারক ও ঔষধ প্রস্ততকারক জন স্টিথ পেম্বারটন (John Stith Pemberton) 1886 সালে কোকোকলা (Coca-cola) আবিষ্কার করেন। ১৮৬৫ সালে জন পেম্বারটন কলাম্বাসের যুদ্ধে বুকে তরবারীর আঘাত পান।ব্যাথ্যা থেকে বাঁচতে নানারকম পরীক্ষা নিরীক্ষা করেন।আর এই পরীক্ষা নিরীক্ষার মধ্যো কোকোকলা আবিষ্কার করেন।
জন পেম্বারটন ৮ জুলাই ১৮৩১ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে জন্ম নেন ও ১৬ আগস্ট ১৮৮৮ সালে মৃত্যু বরণ করেন।
Leave a Comment