Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০১/০২/২০২৩

হীরা কিভাবে তৈরি হয়?

 হীরা বা হিরকখন্ড যেভাবে তৈরি হয় 

হীরা বা হীরকখণ্ড ইংরেজি ডায়মন্ড পৃথিবীর সবচেয়ে দুস্পাপ্য অলংকারের (জুয়েলারি) একটি।পৃথিবীর পৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীর উচ্চচাপে ও ১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রাকৃতিকভাবে হীরা তৈরি হয়।হীরার মূল উপাদান কার্বন।একটি কেন্দ্রীয় কার্বনের সাথে আর চারটি কার্বন পরমাণু যুক্ত হয়ে হীরকখণ্ড তৈরি করে।এতে ম্যাগনেশিয়াম ও সামান্য পরিমাণে নাইট্রোজেন থাকায় হীরক স্ফটিক তৈরি হয়।হীরক খুবই শক্ত একটি পদার্থ। রাশিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি হীরক খনি রয়েছে।