Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০১/০২/২০২৩

সাগরের পানি লবনাক্ত হওয়ার কারণ

 সমুদ্রের জল লবনাক্ত কেন?

নদীর পানি মিঠা কিন্তু সমুদ্রের পানি লবনাক্ত হওয়ার কারণ কী।এ প্রশ্ন অনেকের মনে।কিন্তু পানি লবনাক্ত হওয়ার কারণ জানতে হলে আমাদেরকে কোটি কোটি বছর পূর্বে ফিরে যেতে হবে। আমরা জানি একসময় পৃথিবী প্রচুর লাভা তথা আগ্নেয়গিরি নির্গত করেছে।বলতে এখন যেমন পানি প্রবাহিত হয় তখন গলিত লাভা জলধারার মত প্রবাহিত হতো।ফলে  বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে সালফার, কার্বন ডাই-অক্সাইড ও জলীয়বাষ্প নির্গত হয়েছে।যখন বায়ুমন্ডল শীতল হতে শুরু করলো তখন শুরু হলো এসিড বৃষ্টি। মিলিয়ন মিলিয়ন বছর ধরে এই এসিড বৃষ্টি চলতে থাকে। এসিড বৃষ্টিতে পৃথিবীতে তৈরি সমুদ্র, সাগর আর মহাসাগর। এসিড বৃষ্টি পাথরের সংস্পর্শে এসে পাথরকে ক্ষয় করে। পাথর থেকে প্রাপ্ত সোডিয়াম ও ক্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইড এর উৎপত্তি যা সাগর ও মহাসাগরকে মিলিয়ন মিলিয়ন বছর ধরে লবনাক্ত করে রেখেছে। নদীর পানি মিঠা হওয়ার কারণ নদীগুলো সৃষ্টি হয়েছে অনেক পরে।সাধারণ বৃষ্টিপাত থেকে।