যে পাঁচ রাতে আল্লাহ দোয়া ফেরান না
যে রাতগুলোতে আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন
হযরত মোহাম্মদ সাঃ বলেছেন, " পাঁচ রাতে আল্লাহ তার বান্দাদের দোয়া অবশ্যই কবুল করেন: রজবের প্রথম রাতে, শাবানের ১৫ তম রাতে, বৃহস্পতিবার রাতে, ঈদ উল-ফিতর এর আগের রাতে, এবং ঈদ উল আজহা এর আগের রাতে।
কতটুকু বিশুদ্ধ তা বলা কঠিন।আল্লাহ ভালো জানেন। তবে হাদীস ইমাম শাফী তার বই আল-উম্ম ভলিউম ২, পৃষ্ঠা ৪৮৫ তে পাওয়া যায়। তাছাড়াও মিশরের বিখ্যাত হাদীস বিশারদ আল সুয়ূতি (১৪৪৫-১৫০৫) হাদীসটি বর্ণনা করেছেন। আল সসুয়ূতী ছিলেন বহু বিশারদ ও ইসলামিক স্কলার।তাকে দশম শতাব্দীর মুজতাহিদ ও মুজাদদিদ বলা হয়।
Leave a Comment