Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৪/০৩/২০২৩

তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়?

 তৃতীয় বিশ্ব 

তৃতীয় বিশ্ব বলতে একটা সময় বোঝানো হতো যে দেশগুলো ইউরোপের (ন্যাটো) সাথে যুক্ত নয় এবং কমিউনিস্ট ব্লক বা প্রাচ্যের (সোভিয়েত ইউনিয়ন) সাথে যুক্ত নয় এমন দেশগুলোকে তৃতীয় বিশ্ব (Third world) বলা হতো।কিন্তু আধুনিক সঙ্গা অনুযায়ী তৃতীয় বিশ্ব বলতে উন্নয়নশীল বা অনুন্নত  দেশগুলোকে বোঝানো হয়। যেসব দেশে দারিদ্র্যের হার বেশি,  অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে, মৃত্যুর হার বেশি এমন দেশগুলোকে ইউরোপীয়রা থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব নামে সম্বোধন করে। যদিও শব্দটা নিয়ে বিতর্ক রয়েছে।  যেমন এশিয়ার দেশগুলো, আফ্রিকার দেশগুলো ইত্যাদি। 

ফার্স্ট ওয়ার্ল্ড: ন্যাটোভূক্ত ইউরোপীয় উন্নত দেশগুলোকে ফার্স্ট ওয়ার্ল্ড বলে।যেমন আমেরিকা,কানাডা, ইউকে, জাপান ইত্যাদি। 

সেকেন্ড ওয়ার্ল্ড: সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিস্ট ব্লকের দেশগুলোকে সেকেন্ড ওয়ার্ল্ড বলে। যেমন চীন, রাশিয়া ইত্যাদি।