Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৬/০৩/২০২৩

আরবের বিভিন্ন যুদ্ধে মুসলমা অমুসলিমদের নিহতের সংখ্যা

আরবের যুদ্ধ ও মুসলিম অমুসলিম নিহতের হিসাব


বিভিন্ন যুদ্ধে মুসলিমদের নিহতে সংখ্যা কত?

ইসলামে বদর যুদ্ধ থেকে হুনাইনের যুদ্ধে ১১৮ জন বা তার বেশি মুসলিম শহীদ হউন।


ইসলামে বিভিন্ন যুদ্ধে অমুসলিমদের মৃতের সংখ্যা কত?

উত্তর: বদর থেকে হুনাইনের যুদ্ধে  ৫৮০ বা তার বেশি লোক মারা যান।


 বদরের যুদ্ধ   কত জন মারা যায়

বদরের যুদ্ধ সংঘটিত হয় ১৩ মার্চ ৬২৪ খ্রীস্টাব্দে।বদরের যুদ্ধে ৩১৩-৩১৭ জন মুসলিম যুদ্ধে অংশগ্রহণ করে। এতে ২ জন অশ্বারোহী, ও ৭০ টি উঠ ছিল।আবু জেহেলের পক্ষে  ৯৫০ থেকে ১০০০ জন যুদ্ধে অংশগ্রহণ করে। তাদের ছিল ১০০ টি ঘোড়া ও ১৭০ টি উট। বদরের যুদ্ধে ১৪ জন মুসলিম ও ৭০-৭২ জন অমুসলিম নিহত হউন। 



উহুদের যুদ্ধে কতজন মুসলিম মারা যান

উত্তর: উহুদের যুদ্ধ সংঘটিত হয় ২৩ মার্চ ৬২৫ খ্রিষ্টাব্দে।  জানা যায় উহুদের মুসলিমদের পক্ষে ১০০০ পদাতিক সৈনিক লড়ার কথা ছিল পরে তিনশ জনকে সরানো হয়।অর্থাৎ ৭০০ জন পদাতিক সৈনিক, ৪ জন অশ্বারোহী, ৫০ জন তীরন্দাজ। আর অমুসলিমদের (কুরাইশ) পক্ষে লড়ে ৩০০০ পদাতিক সৈনিক , ৩০০০ উট ও ২০০ অশ্বারোহী। উহুদের যুদ্ধে ৬২-৭৫ জন মুসলিম শহীদ হউন।আর কুরাইশদের মারা যায় ২২-৩৫ জন।


খন্দকের যুদ্ধ  কত জন মারা যায় 

খন্দকের যুদ্ধ সংঘটিত হয় ৬২৭ খ্রিস্টাব্দে। যুদ্ধটি প্রায় ২৭ দিন ধরে চলেছিল। মুসলিমদের পক্ষে যুদ্ধ করে ১০০০ জন।আর বিপক্ষে যুদ্ধ করে ১০০০০ জন।খন্দকের যুদ্ধে ১-৫ জন মুসলিম মারা যায়। আর ১০ বা তার বেশি অমুসলিম মারা যায়।


খায়বারের যুদ্ধে কত জন মারা যায় 

৬২৮ খ্রিস্টাব্দে খায়বারের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুসলিমদের পক্ষে ছিল ১৬০০ আর বিপক্ষে ছিলে ১০০০০ জন।  ২০ জন মুসলিম খায়বারের যুদ্ধে শহীদ হউন।আর ৯৩ জন অমুসলিম মারা যায়।


হুনাইনের যুদ্ধে কতজন মারা যায় 

৬৩০ খ্রিস্টাব্দে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। এতে মুসলিমদের পক্ষে ১২০০০ জন আর বিপক্ষে ২০০০০ জন যুদ্ধে অংশগ্রহণ করে। ৪ জন মুসলিম মারা যায় এ যুদ্ধে।আর ৩৭০ জনের  বেশি বিপক্ষের লোক মারা যায়। 

আরবের বিভিন্ন যুদ্ধে মুসলমা অমুসলিমদের নিহতের সংখ্যা