ইসলামিক সাধারণ জ্ঞান 


প্রথম কোন ব্যাক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে? 

প্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করে? 

উত্তর: হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা:)

ইসলামে কোন শিশু প্রথম ইসলাম গ্রহণ করেন? 

উত্তর: হযরত আলী  ইবনে আবু তালীব (রাঃ)

প্রথম কোন মুক্ত দাস ইসলাম গ্রহণ করেন? 

উত্তর: যায়েদ ইবনে হারেস 

ইসলামে প্রথম শহীদ কে?

ইসলাম ধর্মে প্রথম নারী শহীদ কে? 

উত্তর: হযরত সুমাইয়া (রাঃ)। আবু জেহেল হযরত সুমাইয়া রাঃ কে অত্যাচার করে হত্যা করে।

ইসলামে প্রথম পুরুষ শহীদ বা ব্যাক্তি হিসাবে দ্বিতীয় শহীদ কে?

উত্তর: হযরত ইয়াসির ইবনে আমীর (রা:)। আবু জেহেলের অত্যাচারে মারা যান তিনি।

ইসলাম ধর্মে প্রথম খলিফা কে?

উত্তর: হযরত আবু বক্কর (রা:) 

ইসলামে প্রথম যুদ্ধ কোনটি?

উত্তর: বদরের যুদ্ধ (১৩ মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ)




Previous Post Next Post