পানিপথের অবস্থান
পানিপথ দিল্লির অদূরে যমুনা নদীর তীরে অবস্থিত।পানিপথ মূলত ঐতিহাসিক তিনটি যুদ্ধের জন্য সবার কাছে পরিচিত হয়ে আছে। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদী বাবর এর বাহিনীর নিকট পরাজিত হন পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগান নেতা হিমু আকবরের সেনাপতি বৈরাম খান এর নিকট পরাজিত হন। পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালী মারাঠাদের পরাজিত করেন। ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করা হয় পানিপথের যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধ হয় ১৫২৬ সালে দ্বিতীয় যুদ্ধ হয় ১৫৫৬ সালে তৃতীয় যুদ্ধ হয় ১৭৬১ সালে।
No comments:
Post a Comment