বিখ্যাত আগ্নেয়গিরিসমূহ


লাভা ক্রমাগত ফাটল বা উৎকিরণ মুখের চারিদিকে জমা হয়ে যে উঁচু ভূমি রূপের সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় নিঃসৃত গলিত বা অর্ধগলিত সিলিকেটময় পদার্থকে লাভা বলে। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরি সংখ্যা ৮৫০ টি। বিশ্বের সর্ববৃহৎ আগ্নেয়গিরির জ্বালামুখ ইন্দোনেশিয়াতে অবস্থিত আর বিশ্বের সর্ববৃহৎ  আগ্নেয়গিরির জ্বালা মুখের নাম টোবা (১৭৭৫ বর্গ.কিমি)। 

জাপানে আগ্নেয়গিরি সংখ্যা কত? 

প্রায় 2000 টি আগ্নেয়গিরি আছে জাপানে। এদের মধ্যে ৬০টির বেশি জীবন্ত আর একারণে  জাপানে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচবার ভূমিকম্প হয়।  

হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায় এবং এই দ্বীপটি কিভাবে সৃষ্টি হয়? 

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ ৩০ টি দ্বীপের সমন্বয়ে গঠিত যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি। হাওয়াই দ্বীপুঞ্জের মোনালোয়া আগ্নেয়গিরির সর্বশেষ অগ্নুৎপাত ১৯৮৪ সালে হয়েছিল।  

আগ্নেয়গিরি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

আতিতলাম কোন ধরনের আগ্নেয়গিরি? 

সক্রিয়  আগ্নেয়গিরি 

পিডিস্কা কোন দেশের সুপ্ত আগ্নেয়গিরি? 

ইকুয়েডর

রাউঙ্গ কোন দেশের আগ্নেয়গিরি? 

এলব্রুজ আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? 

রাশিয়া

মিয়ানমারের বিখ্যাত মৃত আগ্নেয়গিরির নাম কি 

পোপা

ক্যারিসিম্বি কোন দেশের আগ্নেয়গিরির নাম? 

কঙ্গো

মিস্তি কোন দেশের আগ্নেয়গিরি? 

পেরু


আতীতলাম আগ্নেয়গিরি কোথায় অবস্থিত 

গুয়াতেমালা 

কলিমা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত 

মেক্সিকো 

ইকুয়েডর এর সক্রিয়  আগ্নেয়গিরিটির নাম কি? 

কোটাক্যাডি

তানজানিয়ার বিখ্যাত আগ্নেয়গিরির নাম কি? 

কিলিম্যাঞ্জারো

জাপানের বিখ্যাত সুপ্ত আগ্নেয়গিরিটির নাম কি? 

ফুজিয়ামা

ওরিজাবা কোন দেশের আগ্নেয়গিরি? 

মেক্সিকো 

ভিসুভিয়াস কি? 

একটি জীবন্ত আগ্নেয়গিরি


বিশ্বের বিখ্যাত আগ্নেয়গিরি




নবীনতর পূর্বতন