প্রায় বসতি শূন্য দেশ
প্রায় বসতি শূন্য দেশ হিসেবে ডেনমার্কের অধীন গ্রীনল্যান্ডকে ধরা হয়। কারণ ২১৬৬০৮৬ বর্গকি.মি আয়তনের দেশে জনসংখ্যা আনুমানিক ৫৭১০০ জন। যেখানে প্রতি বর্গ কিলোমিটারে লোক বাস করে ০.০২৩ জন।গ্রিনল্যান্ড সুমেরু মহাসাগর ও উত্তর অতলান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত।গ্রিনল্যান্ড একটি দ্বীপ রাষ্ট্র তাই এর স্থলসীমা নেই।পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফের মোড়ক আছে দেশটিতে।
0 Comments:
Post a Comment