Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৩/০৩/২০২৩

কোন ফলে কোন অ্যাসিড থাকে

 যে ফলে যে এসিড থাকে 


ম্যালিক  এসিড

ম্যালিক এসিডের রাসায়নিক সংকেত HO2CCH=CHCO2H 

টমেটোতে থাকে ম্যালিক এসিড

আপেলে থাকে ম্যালিক এসিড

গাজরে থাকে ম্যালিক এসিড


 অক্সালিক এসিড

আমলকিতে থাকে অক্সালিক এসিড

টারটারিক এসিড 

আঙ্গুরে থাকে টারটারিক এসিড থাকে

তেঁতুলে  টারটারিক এসিড থাকে

ল্যাকটিক এসিড

এসিড দুধে থাকে ল্যাকটিক এসিড। 


সাইট্রিক এসিড 

লেবুর রসে থাকে সাইট্রিক এসিড 

আমে থাকে সাইট্রিক এসিড


এসকরবিক এসিড

কমলা লেবুতে থাকে এসকরবিক এসিড


এমাইল এসিটেট

পাকা কলায় থাকে এমাইল এসিটেট

ইথাইল এসিটেট

পাকা আনারসে থাকে ইথাইল এসিটেট

ইরোসিক এসিড

সরিষার তেলে থাকে ইরোসিক এসিড

স্টিয়ারিট এসিড

সাবানে থাকে স্টিয়ারিট এসিড

বোলতা ও বিচ্ছুর হুলে থাকে হিস্টাসিন নাম ক্ষারীয় পদার্থ। 

সূর্যমুখী তেলে থাকে লিনোলিক এসিড


লিনোলিক এসিড

এসকরবিক এসিড ভিটামিন সি এর অপর নাম।


ফরমিক এসিড

পিঁপড় মুখে ফরমিক এসিড থাকে।

মৌমাছির কাপড়ে ফরমিক এসিড থাকে। 

কচুতে  থাকে ক্যালসিয়াম অক্সালেট। ডিম, পেঁয়াজ, রসুন সরিষায় থাকে সালফার। তোমাকে থাকে নিকোটিন মরিচে ক্যাপসিন ও মোমে থাকে প্যারাফিন। টুথপেস্টে থেকে সাবান ও পাউডার।