একগুঁয়ে কোন সমাসের উদাহরণ?
উত্তর: একগুঁয়ে সমানাধিকরণ বহুব্রীহী সমাস।
নেই আঁকড় যার এক কথায় "একগুঁয়ে "
সমানাধিকরণ বহুব্রীহী কাকে বলে?
উত্তর: যে সমাসের সমস্ত পদে পূর্ব পদ ও পরপদের অর্থ প্রধান রূপে প্রতিমান না হয়ে অন্য একটি পদের অর্থ প্রধানরূপে প্রতি প্রমাণ হয় তাকে বহুব্রীহি সমাস বলে।
আর বিশেষণ ও বিশেষ্যের মধ্যে যে সমাস হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে
0 Comments