মহাকর্ষীয় একক

মহাকাশের একটি গ্রহ থেকে আরেকটি গ্রহের দূরত্ব,আলোর গতি, পরিধি, সীমা-পরিসীমা পরিমাপ করার জন্য যেসকল একক ব্যবহার করা হয় তাকে মহাকর্ষীয় একক বলে। যেমন আলোকবর্ষ, ইয়ার্ড ইত্যাদি। 



লাইট ইয়ার (Light Year) কী?

আলো এক বছরে যতটুকু পথ অতিক্রম করে  ততোটুকু দূরত্বকে এক আলোকবর্ষ বলে।আলো এক বছরে ৯.৪৬০৫২৮৪×১০১২    কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।  মহাকাশের এক গ্রহ থেকে অন্য গ্রহের দূরত্ব হিসাবের সুবিধার্থে আলোর অতিক্রান্ত দূরত্বের সাথে তুলনা করা হয়।।এক আলোকবর্ষ বা ওয়ান লাইট ইয়ার সমান ৯ ট্রিলিয়ন কি.মি (৯.৪৬০৫২৮৪×১০১২  ) বা ৬ ট্রিলিয়ন মাইল। 


অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (Astronomical Unit) কী?

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU) ১৯৭৬ সালে AU ইউনিট তৈরি করে। এক এইউ সমান ১৪৯৫৯৭৮৭১ কিলোমিটার। 


পারসেক (Parsec) কী?

মহাকর্ষীয় দূরত্ব বা দৈর্ঘ্য পরিমাপের একটি একক পারসেক।পারসেক (Parsec) দিয়ে সৌরজগতের বাইরের নক্ষত্রগুলোর দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হয়।

এক পারসেক = ৩.০৮৫৬৭৭৫৮×১০১৩  কি.মি। 

এভাবে

১ কিলোপারসেক = ১০০০ পারসেক

১ মেগা পারসেক = ১০০০০০০ পারসেক



Post a Comment

Previous Post Next Post