তিমি মাছ

একটি প্রাপ্ত বয়স্ক পুরুষ তিমি মাছের ওজন গড়ে ১০০ থেকে ১২০ টন অর্থাৎ ১০০০০০ কেজি-১২০০০০ পর্যন্ত হতে পারে।আর মা তিমির ওজন। ১৫০ টন অর্থাৎ ১৫০০০০ কেজি হতে পারে। আরো হবাক হওয়ার বিষয় হলো নীল তিমি (Blue Whale) পৃথিবীর সবচেয়ে বড় জলজ প্রাণী।একটি নীল তিমি পানি নিচে ৯০ মিনিট পর্যন্ত শ্বাসরোধ করে থাকতে পারে।সাধারণ ৩০ মিনিট পর পর পানি থেকে মুখ তুলে শ্বাস নেই।এক রেকর্ডে দেখা গেছে নীল তিমি পানির নিচে ১০০০ ফুট পর্যন্ত যেতে পারে। বলা হয়ে থাকে একটি নীল তিমি দিনে গড়ে ১০ থেকে ২০ টন পর্যন্ত খেতে পারে।এক গবেষণায় দেখা গেছে ২০ থেকে ৫০ মিলিয়ন ক্যালরি গ্রহণ করে একদিনে।

Previous Post Next Post