Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৯/০৩/২০২৩

পৃথিবীর ইতিহাসে দীর্ঘ সময় হওয়া বৃষ্টিপাতগুলো

 পৃথিবীর ইতিহাসে বৃষ্টি রেকর্ড 

আমরা যদি পৃথিবীর শুরুর দিকটার কথা বলি, পৃথিবী তখন উত্তপ্ত ছিল গলিত লাভায়।মিলিয়ন মিলিয়ন বছর ধরে বৃষ্টিপাতের ফলে পৃথিবী শীতল হয়েছে। আমরা বিলিয়ন  বিলিয়ন বছর পূর্বের বৃষ্টিপাত সম্পর্কে পরে জানবো। কিভাবে সাগরের পানি লবনাক্ত হলো এই আর্টিকেলটি পড়তে পারেন। আজকে জানবো সাম্প্রতিককালের কিছু বৃষ্টিপাতের রেকর্ড সম্পর্কে। 

বৃষ্টিপাতের যত রেকর্ড

১৯৩৯-৪০ সালে মানাউইলি রেঞ্চ, মাউই তে একটানা ৩৩১ দিন ধরে বৃষ্টিপাত হয়।মাউই (Maui) প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ।


১৯১৩-১৯১৬ সালে একটান ৮৮১ দিন ধরে বৃষ্টিপাত ঘটেছিল হনোমু,মাকি, ওয়াহু তে।ওয়াহু (O'ahu) প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ। 


১৯৯৭-৯৮ সালে ওটিস, অরেগনে একটানা ৭৯ দিন বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল। অরেগন ( Oregon) মার্কিন যুক্তরাষ্ট্রের একট রাজ্য।


১৯৯৫ সালে বর্ষার মৌসুমে  ভারতের চেরাপুঞ্জে একটানা ৮৬ দিন ধরে বৃষ্টিপাত ঘটেছিল।


আরো পড়ুন 

মেঘের ওজন কত?


পৃথিবীর ইতিহাসে দীর্ঘ সময় হওয়া বৃষ্টিপাতগুলো