গ্রীক বইয়ে ভারত বর্ষের মানুষ
গ্রীকরা অনেক আগে থেকেই ভারতবর্ষে এসেছিলেন।গ্রীকরা যখন ভারতে আসে তখন বৌদ্ধ ধর্মের প্রচার ছিল। শেষ নন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্যবংশের প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্ত গ্রীক রাজকন্যা হেলেনাকে বিয়ে করেন। শুধু তাই নয় এক গ্রীক চন্দ্রগুপ্তের রাজদূত ছিলেন।তো এথেকে বোঝা যায় গ্রীকদের সাথে ভারতবর্ষের সম্পর্ক ছিল।গ্রীক পান্ডুলিপি থেকে প্রাচীন ভারত সম্পর্কে অনেক কিছু জানা যায়।জানা যায় এ উপমহাদেশের মানুষ অতিথি আপ্যায়নে বেশ আন্তরিক ছিলেন।সাধারণ ও সহজ সরল জীবন-যাপন করতেন। তারা আরো লিখেছেন ভারতের লোকেরা সত্যবাদী ও পরোপকারী ছিলেন।
গ্রীক লিখিত ভারতবর্ষের ব্রাহ্মণ জাতি
গ্রীকদের মতে ভারতবর্ষে সাত রকম জাতি দেখেছিলেন। যাইহোক গ্রীক ব্রাহ্মণদের সম্পর্কে যে বৈশিষ্ট্যের কথা বলেছেন তা সত্যি বর্তমান থেকে ভিন্ন। ব্রাহ্মণরা সমাজে সুউচ্চ স্থানে অধিষ্ঠিত ছিল।লোকে তাদেরকে শ্রদ্ধা করতেন। গ্রীকরা লিখেছেন, ব্রাহ্মণ শুধুমাত্র পড়াশোনা ও ধর্ম-কর্ম করতো।তারা অর্থ উপার্জন করতেন না।রাজারা ও সমাজের ধনী শ্রেণির লোকেরা তাদেরকে প্রতিপালন করতেন। তারা কঠিন তপস্যা করতেন। তাদের উপর রাজকর ছিল না।যে বাড়িতে যেতেন লোকে তাদের খাবার দিত, পূজা করতো।তাদের কোন কিছু কিনতে হতো না, দোকান থেকে যা খুশি নিয়ে নিতেন।
No comments:
Post a Comment