বিদ্যুৎ উৎপন্নকারী ইলেকট্রিক ঈল মাছ
যে মাছ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে
আপনি জেনে অবাক হবেন যে, ইলেকট্রিক ঈল নামক একধরনের মাছ আছে যে কিনা ৬০০ ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এদের শরীরে ৬০০০ বেশি ইলেকট্রোসাইট সেল আছে যেগুলো ব্যটাররির মত চার্জ সঞ্চিত থাকে। জীবনের হুমকি এলে কিংবা শিকারের সময় ঈল মাছ ইলেট্রিসিটি ব্যবহার করে শত্রুকে বা শিকারকে ঘায়েল করে।
Electric eel এর বৈশিষ্ট্য
এদেরকে ঈল (Eel) বলা হলেও এরা মূলত কার্প এবং ক্যাটফিস জাতের। এদের বৈজ্ঞানিক নাম Electrophorus electricus. ঈল মাছের ওজন ৪৪ পাউন্ড পর্যন্ত হতে পারে এদের দৈর্ঘ্য ৬-৮ ফিট। ইলেকট্রিক ঈল এর জীবনকাল গড়ে ১৫ বছর।
Leave a Comment