Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৬/০৩/২০২৩

পানি যে কারণে বাষ্প হয়

 পানি কেন বাষ্প হয়?

পানি যখন গরম (হিট) হয় তখন পানির মলিকিউলাস আন্দোলিত হয় (moov & Vibration) যার ফলে পানি বাষ্প হয়।পানি বাষ্প হয় বলে আমরা জামা-কাপড় শুকাতে পারি। পানি অদৃশ্য হয় ঠিকই কিন্তু হারিয়ে যায় না।প্রকৃতিতে মিশে আর্দ্রতা বৃদ্ধি করে।যদি পরিবেশের আর্দ্রতা ১০০ শতাংশ হয় তখন ঐ স্থানর পানি বাষ্পে পরিণত হবে না।পানি বাষ্প হবে কিনা বা কতটুকু হবে তা ঐ স্থানের আর্দ্রতা ও চাপের উপর নির্ভর করে। চাপ বেশি হলে খুব সহজে পানি বাষ্প হবে না।চাপ কম থাকলে সহজে বাষ্প হবে।যেমন পাহড়ে বায়ুর চাপ ক থাকায় পানি সহজে বাষ্পে পরিণত হয়।