পলিটেকনিক ইন্সট্রাক্টর মেকানিক্যাল পদের প্রশ্ন
মেকানিক্যাল ডিপার্টমেন্ট প্রশ্ন
সোল্ডারিং পদ্ধতিতে তাপমাত্রার পাল্লা কত?
উত্তর: ৩০০ থেকে ৫০০ ডিগ্রি সেলসিয়াস।
স্যান্ড মোল্ডিং এ ব্যবহৃত Flash এর সর্বনিম্ন অংশের নাম কী?
উত্তর: Drag
নিচের কোনটি কাস্টিং পদ্ধতি নয়?
উত্তর: স্লাশ পদ্ধতি।
investment casting এ প্যাটার্ণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: Thermosetting Resin
কয়েনিং প্রক্রিয়া কোনটি?
উত্তর: কোল্ড ফোর্জিং
Drawing পদ্ধতিতে ধাতু প্রবাহের কারণ কী?
উত্তর: প্লাস্টিসিটি
ডাকটাইল ম্যাটেরিয়াল মেশিনিং করলে কোনধরনের চিপ তৈরি হয়?
উত্তর: Continues with built up edge.
অপেক্ষাকৃত নরম ধাতু গ্রাইন্ডিং করতে কোন ধরনের গ্রাইন্ডিং হুইল প্রয়োজন?
উত্তর: হাই গ্রেড
১৩০০ সিসি ইঞ্জিন দ্বারা বোঝায় এর---
উত্তর: Swept Volume.
তাত্ত্বিকভাবে ব্যবহৃত পেট্রোল ইঞ্জিনের জ্বালানি ও বাতাসের অনুপাত কত?
উত্তর: ১২ঃ১
গাড়িতে সাধারণভাবে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ কত?
উত্তর: ১২ ভোল্ট।
ব্যাটারিতে কোন ধরনের এসিড ব্যবহৃত হয়?
উত্তর: সালফিউরিক এসিড।
ব্রেক ইভেন বিশ্লেষণে সর্বমোট খরচ বলতে বোঝায়?
উত্তর: Fixed cost+variable cost.
Leave a Comment