মৃণালিনী দেবী 


মৃণালিনী দেবী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিনী ছিলেন। ১৩০৯ সালের ৭ই অগ্রায়হন (২৩ নভেম্বর ১৯০২) রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিনী মৃণালিনী দেবী মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী মৃণালিনী দেবীর স্মরণে অনেকগুলো কবিতা লেখেন। ১৩১০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে কবিতাগুলো স্থান পায়। পরবর্তীতে ১৩২১ সালে কবিতা গুলোকে আলাদা করে "স্বরণ" নামক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথের সাথে মৃণালিনী দেবীর বিবাহ হয় । মৃণালিনী দেবীর বয়স ছিল তখন ৯  বছর আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের সময় বয়স ছিল ২২ বছর। মৃণালিনী দেবীর  ডাক নাম ভবতারিণী। মৃণালিনী দেবী ১৮৮৩ সালে বাংলাদেশের খুলনা জেলার দক্ষিণ দিহিতে জন্মগ্রহণ করেন। 

Previous Post Next Post