বিশ্বের সবচেয়ে বেশি মধু উৎপাদনকারী দেশ

 শীর্ষ মধু উৎপাদনকারী দেশ

বিশ্বের সবচেয়ে বেশি মধু উৎপাদন হয় চীনে।২০২১ সালে চীন ৪৭২০০০ মেট্রিক টন। প্রাকৃতিক মধু সংগ্রহে চীন সবার শীর্ষে অবস্থান করছে। এছাড়া তুর্কী, ইরান,আর্জেন্টিনা ও ইউক্রেন মধু উৎপাদনে শীর্ষে রয়েছে।  


বাংলাদেশে মধু উৎপাদন 

বাংলাদেশে ২০২১ সালে ১২ হাজার টনের বেশি মধু উৎপাদন হয়েছিল। দিন দিন চাষ করা মধুর উৎপাদন বাড়ছে।

মধু ও মৌমাছি সম্পর্কে আরো কিছু তথ্য

>> একটি মৌমাছি তার জীবনে এক চা চামচ মধু সংগ্রহ করে। 

>> এক পাউন্ড মধু উৎপাদন করতে মৌমাছিকে ৮০ লাখ ফুলে যেতে হয়।

>> এক পাউন্ড মধু সংগ্রহে মৌমাছিকে ৮০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।

>> আমরা যেসব খাবার খায় তার এক-তৃতীয়াংশ উৎপাদিত হয় মৌমাছির পরাগায়নের মাধ্যমে। 


বিশ্বের সবচেয়ে বেশি মধু উৎপাদনকারী দেশ


Post a Comment

0 Comments