শীর্ষ মধু উৎপাদনকারী দেশ

বিশ্বের সবচেয়ে বেশি মধু উৎপাদন হয় চীনে।২০২১ সালে চীন ৪৭২০০০ মেট্রিক টন। প্রাকৃতিক মধু সংগ্রহে চীন সবার শীর্ষে অবস্থান করছে। এছাড়া তুর্কী, ইরান,আর্জেন্টিনা ও ইউক্রেন মধু উৎপাদনে শীর্ষে রয়েছে।  


বাংলাদেশে মধু উৎপাদন 

বাংলাদেশে ২০২১ সালে ১২ হাজার টনের বেশি মধু উৎপাদন হয়েছিল। দিন দিন চাষ করা মধুর উৎপাদন বাড়ছে।

মধু ও মৌমাছি সম্পর্কে আরো কিছু তথ্য

>> একটি মৌমাছি তার জীবনে এক চা চামচ মধু সংগ্রহ করে। 

>> এক পাউন্ড মধু উৎপাদন করতে মৌমাছিকে ৮০ লাখ ফুলে যেতে হয়।

>> এক পাউন্ড মধু সংগ্রহে মৌমাছিকে ৮০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।

>> আমরা যেসব খাবার খায় তার এক-তৃতীয়াংশ উৎপাদিত হয় মৌমাছির পরাগায়নের মাধ্যমে। 


বিশ্বের সবচেয়ে বেশি মধু উৎপাদনকারী দেশ


Previous Post Next Post