রাজা পৃথ্বীরাজের প্রেম কাহিনী

পৃথ্বীরাজ কে

পৃথ্বীরাজ ১১৬৬ সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন।দিল্লি ও আজমীর শাসন করেন তিনি। পুরোনাম পৃথ্বীরাজ চৌহান।রাজপুত রাজবংশের বংশধর ছিলেন পৃথ্বীরাজ। রাজপুত্র বংশ সে সময় খুবই প্রভাবশালী রাজবংশ ছিল।বলা হয়ে থাকে রাজপুতেরা অনার্য ও বিদেশী ছিলেন।উপমহাদেশে সময়ে সময়ে বিভিন্ন শক জাতি এসে বসতি গড়ে। রাজপুতেরাও শক জাতি ছিলেন।৭৫০ থেকে ১০০০ খ্রিস্টাব্দে সমস্ত আর্য রাজ্য নিজেদের করে নেয় রাজপুতেরা।একসময় হিন্দু রাজারা বৌদ্ধদের সাথে মিলেমিশে থাকতেন। রাজপুতেরা ক্ষমতায় এলে বৌদ্ধরা দেশ ছেড়ে চলে যায়।রাজপুতেরা যখন শাসক ছিল তখন তুর্কী মুসলিমরা এদেশে আসতে থাকে।১১৯২ খ্রিস্টাব্দে তরইনের দ্বিতীয় যুদ্ধে তুর্কী যোদ্ধা  মোহাম্মদ ঘুরীর হাতে মারা যান।

রাজা পৃথ্বীরাজের প্রেম কাহিনী
পৃথ্বীরাজ 

 


জয়চন্দ্র ও পৃথ্বীরাজের দ্বন্দ্ব 
পৃথ্বীরাজের প্রেমিক 

কোন এক অজানা কারণে পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরীর মধ্যে দ্বন্দ্ব ছিল।কনৌজের শাসক জয়চন্দ্রের কন্যা সংযুক্তার সয়ম্বর অনুষ্ঠান আয়োজন করা হলে পৃথ্বীরাজ সংযুক্তাকে অপ  হরণ করে নিয়ে যায়।এবং বিয়ে করে।জয়চন্দ্র পৃথ্বীরাজের কাছে পরাজিত হয়।পরে তুর্কী সৈনিক মোহাম্মদ ঘুরী জয়চন্দ্রের সহায়তায় ১১৯১ সালে পৃথ্বীরাজকে আক্রমণ করে।একে তরাইনের যুদ্ধ বলে।এ যুদ্ধে ঘুরী পরাজিত হয়।তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঘুরীর হাতে পৃথ্বীরাজ পরাজিত হউন ও গৃহবন্দী অবস্থায় মারা যান। পরের বছর জয়চন্দ্র এক যুদ্ধে ঘুরীর কাছে পরাজিত হয়ে মারা যান।

Post a Comment

0 Comments