ডাটা কমিউনিকেশন এর প্রকারভেদ
তথ্য ও যোগাযোগ বা ডাটা কমিউনিকেশন প্রধানত তিন ধরনের হয়ে থাকে। Simplex বা একমুখী যেমন টিভি বা রেডিও। Half-Duplex বা দ্বিমুখী এই সিস্টেমে এক প্রান্ত থেকে ডেটা এসে শেষ হওয়ার পর অপর প্রান্ত থেকে ডেটা আসবে। যেমন ওয়াকি-টকি বা ইন্টারকম। তৃতীয় ডেটা কমিউনিকেশন সিস্টেম হল Full-Duplex বা দ্বিমুখী এই সিস্টেমে একই সাথে ডেটা আসা এবং যাওয়া করতে পারে।যেমন ইন্টারনেট, কেবল টিভি, মোবাইল ফোন ইত্যাদি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন