হরিণ
হরিণ (Deer or True Deer) কেরভিডিয়ে পরিবারের স্থন্যপায়ী প্রাণী।এরা তৃণভোজী। সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের হরিণ পাওয়া যায়। অঞ্চল ও দেশভেদে বিভিন্ন জাতের হরিণের ছবিসহ তুলে ধরা হলো।
বাংলাদেশে যে জাতের হরিণ পাওয়া যায়
বাংলাদেশে মোট চার প্রকারের হরিণ দেখতে পাওয়া যায়। যেমন, চিত্রা হরিণ,মায়া হরিণ, হগ ও সাম্বার মধ্যে সুন্দর বনে দুই প্রকারে হরিণ(মায়া হরিণ ও চিত্রা হরিণ) পাওয়া যায়। চিত্রা হরিণের (Spotted deer) গায়ে ডোরাকাটা দাগ থাকে।এরা কেওড়া গাছের পাতায় খায়।মায়া হরিণ (Barking deer or Muntjac) সুন্দরবন, সিলেট ও চিটাগং পাহাড়ে দেখতে পাওয়া যায়।
বিভিন্ন প্রকার হরিণ
মুস হরিণ (Moose deer), রো' হরিণ ( Roe Deer),লাল হরিণ (Red Deer),প্যাম্পাস হরিণ (Pampas deer),বড়াসিংহা হরিণ (Barasingha deer),মার্স হরিণ (Marsh deer), মুলে (Mule deer),চাইনিজ ওয়াটার (Chinese water deer), পার্সিয়ান ফেলো, টাফটেড ( Tufted Deer), এল্ডস ডিয়ার (Eld's Deer), সিকা ( Sika Deer), ইউরোপীয়ান ফালো,হুইট টেইলড ডিয়ার ইত্যাদি।
0 Comments