উদ্ভিদের প্রকারভেদ
উদ্ভিদ বৈচিত্র্য-Plant diversdiversity
বিজ্ঞানী থ্রিওফ্রাস্টার্স সমগ্র উদ্ভিদ জগতকে চারটি ভাগে ভাগ করেছেন বৃক্ষ, গুল্ম, উপগুল্ম ও বীরুৎ।
উদ্ভিদের শ্রেণীবিন্যাস
বৃক্ষ (Tree): সুস্পষ্ট একক কাণ্ডবিশিষ্ট কাষ্ঠল বা কাঠ। এরা বহু বর্ষজীবী যেমন কাঁঠাল, নারিকেল গাছ,জাম গাছ মেহেগুনি ইত্যাদি।
গুল্ম (shrub): কাষ্ঠল তবে একক কাণ্ডবিশিষ্ট নয় এরা বহুবর্ষজীবী সাধারণত গোড়া হতে অধিক শাখা-প্রশাখা বিস্তার করে ঝোপ-ঝাড়ে পরিণত হয়। জবা, রঙ্গন,গন্ধরাজ,লেবু ইত্যাদি।
উপগুল্ম (Undershrub): গুল্মের চেয়ে আকারে ছোট হয়।ছোট ও হালকা কাষ্ঠল বিশিষ্ট। যেমন, আঁশশেওড়া।
বীরুৎ (Herb): নরম কান্ডবিশিষ্ট উদ্ভিদ। বীরুৎ জাতীয় উদ্ভিদের লতা নরম হয়।অধিকাংশ হার্ব একবার ফল দিয়ে মারা যায়।কাষ্ঠল কান্ডবিশিষ্ট হার্বকে উডি হার্ব বলে।
Leave a Comment