যে দেশগুলো জাতিসংঘে সবচেয়ে বেশি অর্থ দেয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালে জাতিসংঘের সৃষ্টি হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে বা যেদেশগুলো ভেটো দেয়ার ক্ষমতা রাখে তারা জাতিসংঘে সবচেয়ে বেশি চাঁদা দিয়ে থাকে।
ক. ইউনাইটেড স্টেট অব আমেরিকা ( ২৭.৮৯%)
খ. চীন ( ১৫.২১%)
গ. জাপান (৮.৫৬%)
ঘ. জার্মানি ( ৬.৯০%)
ঙ. ইউকে ( ৫.৭৯%)
চ. ফ্রান্স (৫.৬১%)
২০২১ সালে আমেরিকা জাতিসংঘে ১২ বিলিয়ন ডলার চাঁদা দিয়েছে।
বাংলাদেশ জাতিসংঘে কত শতাংশ চাঁদা দেয়?
উত্তর: ০.০১ শতাংশ
জাতিসংঘে সদস্য চাঁদা না দেয়ার শাস্তি
জাতিসংঘে কোন সদস্য দেশ চাঁদা না দিলে সেদেশকে সব ধরনের ভোটাধিকার থেকে বিরত রাখা হয়।২০২২ সালের জানুয়ারিতে মোট ১১ টি সদস্য (ইরান, ভেনেজুয়েলা, গিনি,পাপুয়া নিউগিনি, কঙ্গো ইত্যাদি) দেশ চাঁদা দিতে ব্যার্থ হওয়াই এ শাস্তি দেয়া হয়েছিল। ইরানের বাকী ছিল ১৮ মিলিয়ন মার্কিন ডলার আর ভেনেজুয়েলার ৪০ মিলিয়ন মার্কিন ডলার।
0 Comments