সুখী দেশের তালিকা
জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক প্রতিবছর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে থাকে।
এবছর ১৩৭ টি দেশে জরিপ করে ওয়ার্ল্ড হাপিনেস রিপোর্ট ২০২২ প্রকাশ করা হয়েছে। টানা ৬ বছর ধরে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের শীর্ষে অবস্থান করছে ফিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এবং পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে পৃথিবীর সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানে ১১৮ তম। ভারতের অবস্থান ১২৬ তম।ও পাকিস্তানের অবস্থান ১০৮ তম।এশিয়ার মধ্যে সবচেয়ে সুখী দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুর রয়েছে ২৫ তম স্থানে।
যে সূচকের উপর ভিত্তি করে সুখী দেশের তালিকা করা হয়।
মূলত ছয়টি বিষয়ের উপর ভিত্তি করে সুখী দেশের তালিকা করা হয়।
ক. জিডিপি
খ. সামাজিক সহায়তা
গ. সুস্থ জীবন-যাপন
ঘ. বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা
ঙ. দূর্নীতি নিয়ে মনোভাব
চ. ডিসটোপিয়া
ডিসটোপিয়া কী?
ডিসটোপিয়া হলো একটি কাল্পনিক রাষ্ট্র। যে রাষ্ট্রটি পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ।এই কাল্পনিক অসুখী রাষ্ট্রের বৈশিষ্ট্য ধরে সুখী দেশের তালিকা করা হয়।
0 Comments