মহাজাগতিক উল্কা আলমাহাতা সিত্তা
আলমাহাতা সিত্তা সুদানের নুবিয়ান মরুভূমিতে প্রাপ্ত হিরা বহনকারী মহাজাগতিক উল্কা।৭ অক্টোবর ২০০৮ সালে বুধ কিংবা মঙ্গলের মত কোন প্রোটোপ্লানেট হতে পৃথিবীতে এসে পড়ে।১৩ ফুট (৪.১ মিটার) ব্যাসের এই মহাজাগতিক খন্ডটি ২৩ মাইল উপর থেকে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত হওয়ার পরে খন্ডটি বহু অংশে বিভক্ত হয়।শেষপর্যন্ত ০.৪ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি আকারের ৬০০ টি টুকরো পাওয়া যায়।উল্কাটিতে ডায়মন্ড এর উপস্থিতি রয়েছে যা প্রায় ১০০ মাইক্রোন।
![]() |
আলহামাতা সিত্তা উল্কাপিণ্ড। |
0 Comments